ঢাকা, বুধবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৪ ডিসেম্বর ২০২৪, ০১ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

এমপি লিটনের জানাজা সংসদের দক্ষিণ প্লাজায়

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪৯ ঘণ্টা, জানুয়ারি ১, ২০১৭
এমপি লিটনের জানাজা সংসদের দক্ষিণ প্লাজায়

ঢাকা: আততায়ীর গুলিতে নিহত গাইবান্ধা-১ আসনের সংসদ সদস্য মঞ্জুরুল ইসলাম লিটনের প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হবে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায়। 

সোমবার (০২ জানুয়ারি) সকাল ১০টায় নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। এতে তার সহকর্মী সংসদ সদস্য, রাজনৈতিক কর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ গ্রহণ করবেন।


 
এমপি লিটন শনিবার (৩১ ডিসেম্বর) গাইবান্ধার নিজ বাস ভবনে আততায়ীদের ছোড়া গুলিতে আহত হন। এরপর রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুবরণ করেন।
 
জানাজা শেষে মরদেহ গাইবান্ধায় পারিবারিক কবরস্থানে বিকেল ৪টায় দাফন করা হবে।
 
বাংলাদেশ সময়: ১৭৪২ ঘণ্টা, জানুয়ারি ০১, ২০১৭
এসএম/পিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।