ঢাকা, বুধবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৪ ডিসেম্বর ২০২৪, ০১ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

গোদাগাড়ী সীমান্তে ৪৪ লাখ টাকার হেরোইন জব্দ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪০ ঘণ্টা, জানুয়ারি ১, ২০১৭
গোদাগাড়ী সীমান্তে ৪৪ লাখ টাকার হেরোইন জব্দ গোদাগাড়ী সীমান্ত এলাকা থেকে হেরোইন জব্দ করেছে বিজিবি

রাজশাহী: রাজশাহীর গোদাগাড়ী সীমান্ত এলাকা থেকে ৪৪ লাখ টাকার হেরোইন জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ১ নম্বর ব্যাটালিয়নের সদস্যরা। রোববার (১ জানুয়ারি) বিকেলে ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল সোহেল উদ্দিন পাঠান শনিবার দিনগত গভীর রাতে মাদকের চালানটি জব্দ করার তথ্য জানায়।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গোদাগাড়ী উপজেলার দিয়াড় মানিকচক সীমান্তে হেরোইনের চালান হাতবদল হবে এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় বিজিবি।  তবে জড়িতদের আটক করা সম্ভব হয়নি।

সোহেল উদ্দিন জানান, বিজিবি সদস্যদেরর উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়ীরা হেরোইন ফেলে পালিয়ে যায়। পরে সীমান্ত পিলার ৩৭/১-এস (জিআর-২৭১০২২, মানচিত্র ৭৮ ডি/৭) থেকে ৮শ’ গজ দূরে বাংলাদেশ অংশে পরিত্যক্ত অবস্থায় দুই কেজি ২শ’ গ্রাম হেরোইন জব্দ করা হয়। যার আনুমানিক মূল্য ৪৪ লাখ টাকা।

এ ঘটনায় গোদাগাড়ী থানায় সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করা হয়েছে বলে জানান বিজিবির এই ঊর্ধ্বতন কর্মকর্তা।

বাংলাদেশ সময়: ১৭৩৯ ঘণ্টা, জানুয়ারি ০১, ২০১৭
এসএস/এটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।