ঢাকা, বুধবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৪ ডিসেম্বর ২০২৪, ০১ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

বাবুবাজার থেকে অজ্ঞাত পরিচয় ব্যক্তির মরদেহ উদ্ধার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৩৪ ঘণ্টা, জানুয়ারি ১, ২০১৭
বাবুবাজার থেকে অজ্ঞাত পরিচয় ব্যক্তির মরদেহ উদ্ধার

ঢাকা: রাজধানীর বাবুবাজার এলাকা থেকে অজ্ঞাত পরিচয় এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (০১ জানুয়ারি) বিকেলে ওই এলাকার একটি ভবনের নিচতলা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

কোতয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু হাসান বাংলানিউজকে জানান, বাবুবাজার ওষুধের মার্কেটের পাশে কাজী জিয়াউদ্দিন রোডের একটি ভবনের নিচতলা থেকে মরদেহটি উদ্ধার করা হয়েছে।

তবে প্রাথমিকভাবে নিহতের নাম পরিচয় বা মৃত্যুর কারণ জানাতে পারেননি তিনি।

ওসি বলেন, মরদেহ উদ্ধার করে মিটফোর্ড হাসপাতালের মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।

বাংলাদেশ সময়: ১৭৩২ ঘণ্টা, জানুয়ারি ০১, ২০১৭
পিএম/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।