ঢাকা, মঙ্গলবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৩ ডিসেম্বর ২০২৪, ০০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

পাবনায় নিখোঁজ ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০১৭ ঘণ্টা, জানুয়ারি ১, ২০১৭
পাবনায় নিখোঁজ ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

পাবনা: পাবনার ফরিদপুর উপজেলায় নিখোঁজ হওয়ার তিন দিন পর অনিল কুমার (৬২) নামে এক ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (৩১ ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলার মঙ্গল গ্রামের মাঠ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

অনিল কুমার একই গ্রামের মৃত মৃন্ময় কুমারের ছেলে।

ফরিদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুল ইসলাম বাংলানিউজকে এ তথ্য জানান।

তিনি বলেন, সন্ধ্যায় মাঠে একটি মরদেহ পড়ে থাকতে দেখে গ্রামবাসী পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সেটিকে ব্যবসায়ী অনিল কুমারের মরদেহ বলে চিহ্নিত করে এবং তা উদ্ধার করে নিয়ে আসে। তিনি গত ২৮ ডিসেম্বর (বুধবার) সন্ধ্যায় বাড়ি থেকে বের হয়ে আর ফেরেননি। অনেক খুঁজেও পরিবার তাকে পায়নি।

ওসি ধারণা করছেন, কোনো পূর্ব বিরোধের জের ধরে হত্যাকাণ্ডের শিকার হয়ে থাকতে পারেন অনিল কুমার।

তবে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে জানিয়ে তিনি বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ০৬১৫ ঘণ্টা, জানুয়ারি ০১, ২০১৭
আরইউ/জিপি/এইচএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ