ঢাকা: প্রখ্যাত প্রকাশনা প্রতিষ্ঠান খোশরোজ কিতাব মহলের স্বত্বাধিকারী এবং দৈনিক জিহাদ ও সাপ্তাহিক সোনার বাংলা পত্রিকার প্রতিষ্ঠাতা মহীউদ্দীন আহমদ আর নেই।
সোমবার বিকেলে তিনি ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
মরহুমের জানাজা আজ মঙ্গলবার জোহর নামাজের পর বসুন্ধরা আবাসিক এলাকার ইসলামিক রিসার্চ সেন্টার মাদরাসা প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে। এতে আত্মীয়-স্বজন, শুভাকাঙ্ক্ষী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেবেন।
মহীউদ্দীন আহমদ ছিলেন একজন প্রজ্ঞাবান ব্যক্তিত্ব, যিনি সাহিত্য ও সাংবাদিকতায় উল্লেখযোগ্য অবদান রেখেছেন। তার প্রতিষ্ঠিত দৈনিক জিহাদ ও সোনার বাংলা পত্রিকা দীর্ঘদিন ধরে সৎ ও নিরপেক্ষ সংবাদ পরিবেশনের মাধ্যমে পাঠকপ্রিয়তা অর্জন করেছে। মহীউদ্দীন আহমদের মৃত্যুতে প্রকাশনা ও সাংবাদিকতা অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।
বাংলাদেশ সময়: ০৯১২ ঘণ্টা, ডিসেম্বর ০৩, ২০২৪
এসআইএস