ঢাকা, বুধবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৪ ডিসেম্বর ২০২৪, ০১ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

সোহরাওয়ার্দী মেডিকেলে শিক্ষকদের কর্মবিরতি, ৫ দফা দাবি

শেকৃবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৫ ঘণ্টা, ডিসেম্বর ২৯, ২০১৫
সোহরাওয়ার্দী মেডিকেলে শিক্ষকদের কর্মবিরতি, ৫ দফা দাবি

ঢাকা: অষ্টম জাতীয় বেতন স্কেলে শিক্ষকদের মর্যাদা ক্ষুণ্ন হওয়ায় রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ ও হাসপাতালের (শসোমেকহা) শিক্ষকরা এক ঘণ্টা কর্মবিরতি পালন করেছেন।

বিসিএস (স্বাস্থ্য) ক্যাডার অ্যাসোসিয়েশনের আহ্বানে মঙ্গলবার (২৯ ডিসেম্বর) দুপুর ১২ থেকে ১টা পর্যন্ত এ কর্মবিরতি পালন করেন মেডিকেল কলেজের  প্রায় অর্ধশতাধিক শিক্ষক।



সোমবার (২৮ ডিসেম্বর) থেকে শুরু হওয়া এক ঘণ্টা কর্মবিরতির এ কর্মসূচি চলবে বুধবার  (৩০ ডিসেম্বর) পর্যন্ত।

কর্মসূচিতে শিক্ষকরা সরকারের কাছে পাঁচ দফা দাবি জানান। সিলেকশন গ্রেড ও টাইমস্কেল পুনর্বহালসহ অন্য দাবিগুলো- কৃত্য পেশাভিত্তিক প্রশাসন, আন্তঃক্যাডার বৈষম্য দূর, সুপার নিউমারি পদ সৃষ্টি এবং ইউএনও-কে কর্তৃত্ব প্রদান বাতিলসহ সব ধরনের বৈষম্যমূলক পেস্কেল সংশোধন।
 
বিসিএস (স্বাস্থ্য) ক্যাডার অ্যাসোসিয়েশনের সভাপতি ডা. আ ম সেলিম বাংলানিউজকে বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নমুখী লক্ষ্য অর্জনে আমরা সবচেয়ে বড় সহায়ক শক্তি। কিন্তু আজ আমাদের মর্যাদা রক্ষায় রাজপথে নামতে হয়েছে।

এসময় তিনি সমস্যার দ্রুত সমাধানে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন।

বাংলাদেশ সময়:১৫৩৫ ঘণ্টা, ডিসেম্বর ২৯, ২০১৫
জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।