ঢাকা, বুধবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৪ ডিসেম্বর ২০২৪, ০১ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

শ্রমিক নিয়োগ বাড়াতে সৌদি গেলেন প্রবাসী কল্যাণমন্ত্রী

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২০ ঘণ্টা, ডিসেম্বর ২৯, ২০১৫
শ্রমিক নিয়োগ বাড়াতে সৌদি গেলেন প্রবাসী কল্যাণমন্ত্রী নুরুল ইসলাম বিএসসি/ফাইল ফটো

ঢাকা: বৃহত্তম শ্রমবাজার সৌদি আরবে বাংলাদেশি কর্মীদের নিয়োগের সুযোগ বাড়াতে সৌদি আরবে গেলেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী নুরুল ইসলাম বিএসসি।

মঙ্গলবার (২৯ ডিসেম্বর) দুপুর ২টায় মন্ত্রী শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন বলে জানিয়েছে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়।



১৯৭৬ সাল থেকে বাংলাদেশি কর্মী সৌদি আরবে যাচ্ছে। বর্তমানে প্রায় ২০ লক্ষাধিক বাংলাদেশি কর্মী সৌদি আরবে বিভিন্ন সেক্টরে কর্মরত আছেন। সৌদি আরবে আরও বেশি কর্মী নিয়োগের বিষয়ে দুই দেশে উচ্চ পর্যায়ে দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হবে। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী নুরুল ইসলাম বিএসসি সৌদি আরবে পাঁচ সদস্যের প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন।

সৌদি আরব সফরকালে প্রবাসী কল্যাণ মন্ত্রী সে দেশের শ্রমমন্ত্রীর সঙ্গে কর্মী প্রেরণসহ দু’দেশের বিভিন্ন বিষয়ে দ্বিপাক্ষিক বৈঠক করবেন। বৈঠককালে মন্ত্রী দু’দেশের মধ্যে কর্মীদের স্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করবেন।

সফর শেষে আগামী ৪ জানুয়ারি মন্ত্রীর দেশে ফেরার কথা রয়েছে।

বাংলাদেশ সময়: ১৫২০ ঘণ্টা, ডিসেম্বর ২৯, ২০১৫
জেপি/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।