ঢাকা, বুধবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৪ ডিসেম্বর ২০২৪, ০১ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

মায়ের কোল থেকে রাস্তায় পড়ে শিশুর মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫৪ ঘণ্টা, ডিসেম্বর ২৯, ২০১৫
মায়ের কোল থেকে রাস্তায় পড়ে শিশুর মৃত্যু

সুনামগঞ্জ: সুনামগঞ্জের শাল্লায় মোটরসাইকেল আরোহী মায়ের কোল থেকে রাস্তার উপরে পড়ে মাহবুবা আক্তার (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (২৯ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলা সদরে এ দুর্ঘটনা ঘটে।



মাহবুবা উপজেলার আটগাঁও ইউনিয়নের বড়গাঁও গ্রামের আব্দুস সালামের মেয়ে।

স্থানীয়রা জানায়, সকালে গ্রাম থেকে মোটরসাইকেলে করে শিশুটির বাবা ও মা তাকে নিয়ে শাল্লা উপজেলা সদরে যাচ্ছিলেন। সদরের কাছাকাছি এলাকায় ঝাঁকুনি খেয়ে মায়ের কোল থেকে রাস্তায় পড়ে যায় সে। তাৎক্ষণিক উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

শাল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বজলার রহমান রাস্তায় পড়ে শিশু মৃত্যুর বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ১৩৫৫ ঘণ্টা, ডিসেম্বর ২৯, ২০১৫        
এমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।