ঢাকা, বুধবার, ১৯ অগ্রহায়ণ ১৪৩১, ০৪ ডিসেম্বর ২০২৪, ০১ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

শাহজালালে সাড়ে ৬ কেজি স্বর্ণসহ যাত্রী আটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪৪ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০১৫
শাহজালালে সাড়ে ৬ কেজি স্বর্ণসহ যাত্রী আটক

ঢাকা: ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ছয় কেজি ছয়শ’ গ্রাম স্বর্ণসহ এক যাত্রীকে আটক করেছে ঢাকা কাস্টম হাউসের প্রিভেন্টিভ টিম।

মালয়েশিয়ান এয়ারলাইন্সের এমএইচ১৯৬ ফ্লাইটে কুয়ালালামপুর থেকে সোমবার (২৮ ডিসেম্বর) রাত সাড়ে ৯টার দিকে ঢাকায় আসার পর তাকে বিমানবন্দর থেকে আটক করা হয়।



ওই যাত্রীর নাম শওকত (২৫)। তার বাড়ি কুমিল্লার গৌরিপুরে। ফ্লাইট থেকে নামার পর বে ৭- এ তাকে আটক করে হাত ব্যাগ তল্লাশি করে এ স্বর্ণ উদ্ধার করা হয়।

বিষয়টি বাংলানিউজকে জানিয়েছেন ঢাকা কাস্টম হাউসের সহকারী কমিশনার (এসি) শহীদুজ্জামান সরকার।

তিনি বলেন, শওকতের ব্যাগ থেকে মোট ১২টি বার উদ্ধার করা হয়। এরমধ্যে ছয়টি বারের ওজন এক কেজি করে এবং ছয়টি বারের ওজন একশ’ গ্রাম করে। এ স্বর্ণের আনুমানিক মূল্য প্রায় তিন কোটি চল্লিশ লাখ টাকা।

বাংলাদেশ সময়: ২১৪১ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০১৫/আপডেট ২২১০ ঘণ্টা
এনএ/এসজেএ/এইচএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।