ঢাকা, মঙ্গলবার, ১১ চৈত্র ১৪৩১, ২৫ মার্চ ২০২৫, ২৪ রমজান ১৪৪৬

জাতীয়

চাঁদপুরে পুকুরের পাড় থেকে দুটি শটগান-১৪ কার্তুজ উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪২ ঘণ্টা, মার্চ ২৩, ২০২৫
চাঁদপুরে পুকুরের পাড় থেকে দুটি শটগান-১৪ কার্তুজ উদ্ধার উদ্ধার দুটি শটগান ও ১৪টি কার্তুজ

চাঁদপুর শহরের আক্কাছ আলী রেলওয়ে একাডেমি এলাকা থেকে দুটি শটগান ও শটগানের ১৪টি কার্তুজ উদ্ধার করেছে যৌথবাহিনী।

শনিবার (২২ মার্চ) রাতে ওই একাডেমির পাশে একটি ডিপু সংলগ্ন পুকুরের পাড় থেকে এসব উদ্ধার করা হয়।

রোববার (২৩ মার্চ) সকালে এসব তথ্য জানান চাঁদপুর আর্মি ক্যাম্পের অপারেশনাল অফিসার লেফটেন্যান্ট জাবিদ হাসান।

তিনি বলেন, গত বছরের ৪ সেপ্টেম্বর থেকে যৌথবাহিনীর নেতৃত্বে চাঁদপুরে সব অস্ত্রধারী সন্ত্রাসী, মাদককারবারি ও অবৈধ অস্ত্র উদ্ধার কার্যক্রম চলমান রয়েছে। তারই ধারাবাহিকতায় স্থানীয় গোপন তথ্যের ভিত্তিতে চাঁদপুর সদর আর্মি ক্যাম্প থেকে ডাকাত ও মাদক পাচারকারীদের বিরুদ্ধে বড় স্টেশন এলাকায় ডিবি পুলিশ চাঁদপুর সদর এবং সেনাবাহিনীর যৌথ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে দুটি শটগান এবং ১৪টি শটগানের কার্তুজ উদ্ধার করা হয়। আইনি ব্যবস্থা নেওয়ার জন্য উদ্ধার অস্ত্র ও গুলি চাঁদপুর সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় কেউ আটক হয়নি বলেও জানান এই কর্মকর্তা।

বাংলাদেশ সময়: ১৯৪০ ঘণ্টা, মার্চ ২৩, ২০২৫
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।