গাজীপুর: গাজীপুরের শ্রীপুর উপজেলার নয়নপুর এলাকায় একটি কারখানার শ্রমিককে মারধর করায় বিক্ষোভ ও মহাসড়ক অবরোধ করেছেন শ্রমিকরা। এ সময় প্রায় এক ঘণ্টা ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ থাকে।
পুলিশ ও শ্রমিকরা জানান, শ্রীপুর উপজেলার নয়নপুর এলাকার এক্সিস নিটওয়্যারস্ লিমিটেড কারখানার শ্রমিক মোশারফ দুপুরে বাথরুমে যায়। বাথরুম থেকে বের হতে তার কিছু সময় দেরি হয়। এ সময় কারখানার সুপারভাইজার আল আমিন সময় বেশি লাগার কারণ জানতে চায়। এ নিয়ে তাদের মধ্যে তর্ক হয়। এ সময় মোশারফকে মারধর করে সুপারভাইজার আল আমিন। পরে মোশারফ অসুস্থ হয়ে পড়লে তাকে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যায়। সেখান থেকে চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে কারখানার শ্রমিক মোশারফকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল নিয়ে যাওয়া হয়। এ ঘটনার জের ধরে ওই কারখানার শ্রমিকরা বিক্ষোভ শুরু করেন। একপর্যায়ে তারা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে রাখেন। খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ওই সময় প্রায় এক ঘণ্টা ওই মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ থাকে।
মাওনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আইয়ুব আলী জানান, শ্রমিকরা মহাসড়ক অবরোধ করলে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের বুঝিয়ে মহাসড়ক থেকে সরিয়ে দেয়। পরে যানবাহন চলাচল স্বাভাবিক হয়।
বাংলাদেশ সময়: ১৫৫৫ ঘণ্টা, মার্চ ২২, ২০২৫
আরএস/এএটি