ঢাকা, শনিবার, ৮ চৈত্র ১৪৩১, ২২ মার্চ ২০২৫, ২১ রমজান ১৪৪৬

জাতীয়

জামালপুরে ‘চোর’ অপবাদে রাজমিস্ত্রিকে নির্যাতন, ভিডিও ভাইরাল 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৩৪ ঘণ্টা, মার্চ ২২, ২০২৫
জামালপুরে ‘চোর’ অপবাদে রাজমিস্ত্রিকে নির্যাতন, ভিডিও ভাইরাল 

চুরির অপবাদ দিয়ে জামালপুর সদর উপজেলার শাহবাজপুর ইউনিয়নে ঘরের মধ্যে আটকিয়ে এক রাজমিস্ত্রিকে নির্যাতনের অভিযোগ উঠেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে এ ঘটনার একটি ভিডিও ভাইরাল হয়েছে।

 

শুক্রবার (২১ মার্চ) সকালে নির্যাতনের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে বিষয়টি সবার নজরে আসে।  

বিকেলে ২১ জনের নামে জামালপুর থানায় একটি মামলা দায়ের করেন ভুক্তভোগীর বাবা আব্দুল হাকিম।  

নির্যাতনের শিকার যুবকের নাম মো. মামুন (৩০)। তিনি ওই ইউনিয়নের গনেশপুর এলাকার আব্দুল হাকিমের ছেলে। তিনি পেশায় একজন রাজমিস্ত্রি। গত বুধবার রাতে শাহবাজপুর পূর্বপাড়া এলাকার হাসমত তালুকদারের বাড়িতে এ ঘটনা ঘটে।  

গুরুতর আহত মামুনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় পুলিশ দুজনকে আটক করেছে। তারা হলেন- মো. ইলিয়াস (২৫) ও মো. মিজানুর রহমান। তাদের দুজনের বাড়ি শাহবাজপুর পূর্বপাড়া এলাকায়।

নির্যাতনের ২ মিনিট ৪৬ সেকেন্ডের ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, পাকা ঘরের মধ্যে একটি বিছানার ওপর খালি গায়ের এক যুবক। প্রথমে তিন ব্যক্তি তাকে লাঠি দিয়ে পিটাচ্ছেন। এ সময় যুবকটি হাত দিয়ে লাঠির আঘাত ফেরানোর চেষ্টা করছেন। তখন হাতেই লাঠি দিয়ে পিটানো হচ্ছে। তার পায়ের তলায় পিটানো হচ্ছে। তারপর যুবকটিকে বিছানায় শুয়াইয়ে পিটানো হচ্ছিল। এরপর আরও দুজন এতে অংশ নেয়। একপর্যায়ে যুবকটি বিছানা থেকে নিচে পড়ে যান। এরপর পাঁচজন ব্যক্তি এক সঙ্গে মেঝেতে ফেলে তাকে পেটাতে থাকেন। আশপাশে আরও কয়েকজন লোক দাঁড়িয়ে রয়েছেন। ঘটনাস্থলে উপস্থিত লোকজনের মধ্য কেউ একজন ভিডিও মোবাইলে ধারণ করে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাজমিস্ত্রি মামুন ওই এলাকার হাসমত তালুকদারের বাড়িতে নির্মাণ কাজ করেন। নির্মাণ কাজের টাকা পেতেন মামুন। বুধবার সন্ধ্যার দিকে তাকে টাকা দেওয়ার কথা বলে ওই বাড়িতে ডেকে নিয়ে যাওয়া হয়। টাকা নিয়ে দুজনের মধ্যে প্রথমে তর্কাতর্কি হয়। একপর্যায়ে হাসমত ও তার স্বজন এবং প্রতিবেশীরা চোর অপবাদ দিয়ে তাকে মারধর করতে থাকে। পরে একটি ঘরের মধ্যে নিয়ে তাকে বেধড়ক পিটানো হয়।

জামালপুর সদর উপজেলার নারায়ণপুর পুলিশ তদন্ত কেন্দ্রের উপ-পরিদর্শক (এসআই) মনজুরুল হক বলেন, মূলত প্রথমে ওই দুজনের মধ্যে পাওনা টাকা নিয়ে তর্কাতর্কি হয়। এ ঘটনায় ওই বাড়িতে চিল্লাচিল্লি শুরু হয়। সম্প্রতি ওই এলাকায় গরু ও ইজিবাইক চুরি হয়েছিল। পরে স্থানীয় লোকজন মামুনকে চোরের অপবাদ দিয়ে হাসমত তালুকদারের বাড়ির বাহিরে মারধর শুরু করে। পরে তাকে সেখান থেকে ধরে নিয়ে একটি ঘরের মধ্যে আটকে পিটানো হয়।  

এ ঘটনায় ইতোমধ্যে দুজনকে আটক করা হয়েছে।  পাশাপাশি ওই ঘটনার সঙ্গে যুক্ত বাকিদেরও ধরার চেষ্টা চলছে।  

বাংলাদেশ সময়: ০৯২৮ ঘণ্টা, মার্চ ২২, ২০২৫
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।