রাজশাহী: ফিলিস্তিনিদের রক্ষা করার জন্য বিশ্বের মুসলিম নেতাদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
দলটির নেতারা বলেছেন, বিশ্ব মানবাধিকার নিয়ে অনেকেই কথা বলে, কিন্তু যখনই ফিলিস্তিনের ওপর বর্বরোচিত হামলা হয়, তখন সবাই নিশ্চুপ থাকে।
গাজায় বর্বর গণহত্যার প্রতিবাদে রাজশাহীতে এক বিক্ষোভ কর্মসূচি পালন শেষে এ বক্তব্য দেন মহানগর জামায়াতে ইসলামীর নেতারা।
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আজ বৃহস্পতিবার (২০ মার্চ) সকাল ১০টায় এ কর্মসূচি পালিত হয়। জামায়াতে ইসলামীর নেতারা মহানগরীর আলুপট্টি মোড় থেকে বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি মহানগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সাহেববাজার জিরোপয়েন্ট এসে শেষ হয়। পরে সেখানেই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন- রাজশাহী মহানগর জামায়াতে ইসলামীর আমির ড. মাওলানা কেরামত আলী, ভারপ্রাপ্ত সেক্রেটারি অধ্যক্ষ মাহাবুবুল আহসান বুলবুল, সহকারী সেক্রেটারি অধ্যক্ষ শাহাদাৎ হোসাইন, কর্মপরিষদ সদস্য হাফেজ নুরুজ্জামান, সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন, প্রচার ও মিডিয়া সম্পাদক আশরাফুল আলম ইমন।
বিক্ষোভ মিছিল-সমাবেশে জামায়াতে ইসলামীর নেতাকর্মী ছাড়াও ইসলামী ছাত্রশিবিরের বিভিন্ন শাখার নেতাকর্মীরা অংশ নেন। এছাড়া একই স্থানে দুপুরে পৃথক বিক্ষোভ কর্মসূচি পালন করে ইসলামী ছাত্রশিবির।
বাংলাদেশ সময়: ১৬০৪ ঘণ্টা, মার্চ ২০, ২০২৫
এসএস/এসএএইচ