ঢাকা, শুক্রবার, ৬ চৈত্র ১৪৩১, ২১ মার্চ ২০২৫, ২০ রমজান ১৪৪৬

জাতীয়

সিলেটে হাসপাতালের বিলবোর্ডে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫০ ঘণ্টা, মার্চ ২০, ২০২৫
সিলেটে হাসপাতালের বিলবোর্ডে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’

সিলেট: সিলেট নগরের সুবহানীঘাটে ইবনে সিনা হাসপাতালের বিলবোর্ডে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ লেখা ভেসে ওঠা নিয়ে তোলপাড় সৃষ্টি হয়েছে।

বুধবার (১৯ মার্চ) রাত ২টার দিকে হাসপাতালের দ্বিতীয় ভবনের সামনে রাস্তার ওপর ঝুলন্ত এলইডি সাইন বোর্ডে হঠাৎ এ লেখাটি ভেসে ওঠে।

 

জানা যায়, রাতে ইবনে সিনা হাসপাতাল লিমিটেডের ইলেকট্রিক সাইনবোর্ডে হঠাৎ ‌‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ লেখা ভেসে ওঠা দেখে তাৎক্ষণিক কৌতূহলী জনতা ভিড় করেন। তবে এ বিষয়ে ইবনে সিনা হাসপাতাল কর্তৃপক্ষের কারও বক্তব্য পাওয়া যায়নি।

এ বিষয়ে জানতে ইবনে সিনা হাসপাতাল সিলেটের এজিএম ও হেড অব বিজনেস ডেভেলপমেন্ট মোহাম্মদ ওবায়দুল হককে ফোনকল দিলেও তিনি রিসিভ করেননি।

বাংলাদেশ সময়: ১৫৪৬ ঘণ্টা, মার্চ ২০, ২০২৫
এনইউ/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।