ঢাকা, বৃহস্পতিবার, ৫ চৈত্র ১৪৩১, ২০ মার্চ ২০২৫, ১৯ রমজান ১৪৪৬

জাতীয়

বাংলাবান্ধা দিয়ে নেপালে গেল আরও ১০৫ মেট্রিক টন এস্টারিক্স আলু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২০ ঘণ্টা, মার্চ ১৯, ২০২৫
বাংলাবান্ধা দিয়ে নেপালে গেল আরও ১০৫ মেট্রিক টন এস্টারিক্স আলু নেপালে যাচ্ছে আলু

পঞ্চগড়: পঞ্চগড়ের বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে আলু রপ্তানির ১০ দিন পর নেপালে গেল আরও ১০৫ মেট্রিক টন আলু। এ নিয়ে এ বন্দর দিয়ে জানুয়ারি থেকে চলতি মার্চ মাস পর্যন্ত কয়েক দফায় বাংলাদেশ থেকে ১ হাজার ৫৫৪ মেট্রিক টন এস্টারিক্স আলু রপ্তানি করা হলো নেপালে।

 

বুধবার (১৯ মার্চ) সন্ধ্যায় বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেন বাংলাবান্ধা স্থলবন্দরের উদ্ভিদ সংগনিরোধ কেন্দ্রের কোয়ারিনটিন ইন্সপেক্টর উজ্জ্বল হোসেন।  

এর আগে একই দিন দুপুরে থিংকস টু সাপ্লাই ও ফাস্ট ডেলিভারি দুটি রপ্তানিকারক প্রতিষ্ঠান ঠাকুরগাঁও ও দিনাজপুর থেকে আলুগুলো সংগ্রহ করে স্থলবন্দরটি দিয়ে পাঁচটি ট্রাকে নেপালে পাঠায়।  

উজ্জ্বল হোসেন বলেন, কয়েকদিন বিরতি থাকার পর বুধবার দুপুরে পাঁচটি গাড়িতে আরও ১০৫ মেট্রিক টন আলু নেপালে পাঠানো হয়েছে। প্রতি গাড়িতে ছিল ২১ মেট্রিক টন আলু। আলুগুলো পরীক্ষা নিরীক্ষা করে ছাড়পত্র দেওয়া হয়েছে। এ পর্যন্ত ১৫৫৪ মেট্রিক টন আলু নেপালে গেছে।

সবশেষ গত ৯ মার্চ (রবিবার) দুপুরে দুইটি বাংলাদেশি ট্রাকে ৪২ মেট্রিক টন আলু রপ্তানি করা হয় বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ২১১৮ ঘণ্টা, মার্চ ১৯, ২০২৫
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।