ঢাকা, বৃহস্পতিবার, ২৮ ফাল্গুন ১৪৩১, ১৩ মার্চ ২০২৫, ১২ রমজান ১৪৪৬

জাতীয়

রাজস্থলীতে অটোরিকশাকে ট্রাকের ধাক্কা, নিহত ১

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১৭ ঘণ্টা, মার্চ ১৩, ২০২৫
রাজস্থলীতে অটোরিকশাকে ট্রাকের ধাক্কা, নিহত ১ প্রতীকী ছবি

রাঙামাটির রাজস্থলীতে ট্রাকের ধাক্কায় শিবানী চাকমা (৬০) নামে সিএনজিচালিত অটোরিকশার এক যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন দুজন।

 

বৃহস্পতিবার (১৩ মার্চ) আনুমানিক দুপুর আড়াইটার দিকে উপজেলার বাঙ্গালহালিয়া পুলিশ ফাঁড়ি সংলগ্ন ডাকবাংলা পাড়া নামে এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত শিবানী একই জেলার জুরাছড়ি উপজেলার পানকাটা পাড়ার সুরেশ তঞ্চঙ্গ্যার স্ত্রী।

আহতদের নামপরিচয় জানা যায়নি।  

জানা গেছে, বাঙ্গালহালিয়া পুলিশ ক্যাম্প সড়ক সংলগ্ন ডাকবাংলা পাড়ায় চন্দ্রঘোনা থেকে আসা যাত্রীবাহী একটি অটোরিকশাকে সামনে থেকে ধাক্কা দেয় ট্রাক। এতে ঘটনাস্থলেই আহত হন অটোরিকশার চালকসহ আরও তিনজন। আহতদের উদ্ধার করে চন্দ্রঘোনা খ্রিস্টান হাসপাতালের আনা হলে সেখানে এক নারীর মৃত্যু হয়। তবে আহতদের মধ্যে অটোরিকশা চালকের অবস্থা গুরুতর হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে।  

চন্দ্রঘোনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তদন্ত মো. ইমরুল হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পুলিশ ট্রাকের হেলপারকে আটক করেছে। দুর্ঘটনাকবিলত ট্রাকটি চন্দ্রঘোনা থানার হেফাজতে আনা হয়েছে। এ ব্যাপারে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

বাংলাদেশ সময়: ১৯১৫ ঘণ্টা, মার্চ ১৩, ২০২৫
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।