খাগড়াছড়ি: বাংলাদেশ সেনাবাহিনী পার্বত্য চট্টগ্রামে শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তারই অংশ হিসেবে খাগড়াছড়ি সেনা রিজিয়নের উদ্যোগে ৫০০ পরিবারের মাঝে ইফতার ও ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (১৩মার্চ) সকালে জেলা সদরের খাগড়াছড়ি ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ মাঠে গরিব অসহায় হত-দরিদ্র মানুষের মাঝে ঈদ শুভেচ্ছা উপহার বিতরণ করেন খাগড়াছড়ি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল শরীফ মো. আমান হাসান।
ঈদ উপহার বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে রিজিয়ন কমান্ডার বলেন, বাংলাদেশ সেনাবাহিনী সবসময় জনগণের পাশে রয়েছে। এ ঈদ উপহার সামগ্রী বিতরণের মূল উদ্দেশ্য হচ্ছে নিম্ন আয়ের মানুষের কষ্ট লাঘব করা। সবার মাঝে ঈদের আনন্দ ছড়িয়ে দেওয়া।
ঈদ উপহার পেয়ে সুবিধাভোগীরা উচ্ছ্বাস প্রকাশ করেন এবং বাংলাদেশ সেনাবাহিনীর এমন উদ্যোগকে সাধুবাদ জানান।
বাংলাদেশ সময়: ১৪৪৮ ঘণ্টা, মার্চ ১৩, ২০২৫
জেএইচ