ঢাকা, বৃহস্পতিবার, ২৮ ফাল্গুন ১৪৩১, ১৩ মার্চ ২০২৫, ১২ রমজান ১৪৪৬

জাতীয়

মাগুরার শিশুটির অবস্থা ‘অত্যন্ত সংকটাপন্ন’

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২৮ ঘণ্টা, মার্চ ১৩, ২০২৫
মাগুরার শিশুটির অবস্থা ‘অত্যন্ত সংকটাপন্ন’

ঢাকা: ধর্ষণের শিকার মাগুরার শিশুটির শারীরিক অবস্থা ‘অত্যন্ত সংকটাপন্ন’ বলে জানিয়েছে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস উইং।

বৃহস্পতিবার (১৩ মার্চ) সকালে এক বার্তায় প্রেস উইং থেকে জানানো হয়, আজ আরও দুইবার কার্ডিয়াক অ্যারেস্ট হয়েছে।

দ্বিতীয়বার প্রায় ৩০ মিনিট সিপিআর দেওয়ার পর রিভার্স করেছে। ব্রেন ফাংশন করছে না। জিসিএস (কোমা) লেভেল ৩। রক্তচাপ ও অক্সিজেন লেভেল অনেক কম।

বর্তমানে শিশুটি ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালের শিশু আইসিইউতে আছে। গত শনিবার (৮ মার্চ) সন্ধ্যায় শিশুটিকে লাইফ সাপোর্টে থাকা অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল থেকে সিএমএইচে আনা হয়। গত বুধবার (১২ মার্চ) শিশুটির চারবার কার্ডিয়াক অ্যারেস্ট হয় বলে সেনাবাহিনীর এক ফেসবুক পোস্টে জানানো হয়।

গত ৫ মার্চ শিশুটি মাগুরায় বোনের বাড়ি বেড়াতে গিয়ে নির্যাতনের শিকার হয়। ওই ঘটনায় ধর্ষণের অভিযোগে মামলা করেছেন শিশুটির মা। মামলা দায়েরের পর শিশুটির বোনের স্বামী, বোনের শ্বশুর, শাশুড়ি ও ভাশুরকে গ্রেপ্তার করে পুলিশ। বর্তমানে তারা রিমান্ডে আছেন।

বাংলাদেশ সময়: ১৩২৬ ঘণ্টা, মার্চ ১৩, ২০২৫
এমইউএম/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।