ঢাকা, বুধবার, ২৭ ফাল্গুন ১৪৩১, ১২ মার্চ ২০২৫, ১১ রমজান ১৪৪৬

জাতীয়

নাগরিক সেবা নিয়ে ডিএনসিসিতে গণশুনানি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১২ ঘণ্টা, মার্চ ১১, ২০২৫
নাগরিক সেবা নিয়ে ডিএনসিসিতে গণশুনানি

ঢাকা: নতুনভাবে সংযুক্ত ১৮টি ওয়ার্ডের বাসিন্দাদের নিয়ে নাগরিক সেবা সংক্রান্ত বিষয়ে গণশুনানি করছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি)।  

মঙ্গলবার (১১ মার্চ) সকালে ডিএনসিসির হলরুমে এই গণশুনানি আয়োজন করা হয়।

গণশুনানিতে নতুন ১৮টি ওয়ার্ডের আওতাধীন স্কুল-কলেজের শিক্ষক, মসজিদের ইমাম, বাজার কমিটির সভাপতি, সাধারণ সম্পাদক ও নেতা, সোসাইটির নেতা, যুবক ও ছাত্র প্রতিনিধি এবং স্থানীয় ব্যক্তিরা অংশ নিয়েছেন।

বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ের কথা তুলে ধরে শুনানিতে নতুন ওয়ার্ডের বাসিন্দা কাউছার আহমেদ বলেন, বাসা বাড়ির বর্জ্য ব্যবস্থাপনার নামে বিভিন্ন এলাকায় বিভিন্ন রেটে টাকা নেওয়া হয়। এলাকাভেদে বর্জ্য অপসারণের জন্য এক বাসিন্দাকে কত টাকা পরিশোধ করতে হবে তা চার্ট আকারে এলাকায় টাঙিয়ে দেওয়া উচিত। তাহলে সাধারণ মানুষ জানতে পারবে।

মকিদুর রহমান নামের এক বাসিন্দা বলেন, আব্দুল্লাহপুর খালে ওয়াকওয়ে করে দেওয়া হলে খুব ভালো হয়। এতে করে সাধারণ মানুষ, এলাকাবাসী ভালোভাবে সকালে, বিকেলে হাঁটাচলা করতে পারে।

ডিএনসিসির ৫০ নম্বর ওয়ার্ডের বাসিন্দা অবসরাপ্রাপ্ত সরকারি চাকরিজীবী মোহাম্মদ শহিদুল্লাহ বলেন, ৪ নম্বর সড়কের উন্নয়ন কাজ দীর্ঘদিন ধরে বন্ধ আছে। এতে এখানকার বাসিন্দারা খুব সমস্যার মধ্যে রয়েছেন।

শুনানিতে অংশ নিয়ে ৫৩ নম্বর ওয়ার্ডের আমির সোহেল বলেন, গত প্রায় দুই বছর ধরে এ ওয়ার্ডে উন্নয়ন কাজ চলছে, এখনও শেষ হয়নি। ২০০ মিটার রাস্তার কাজ করতে পারলে অসংখ্য মানুষের মাধ্যমে বড় রাস্তার সঙ্গে কানেক্ট হতে পারবে।

বাংলাদেশ সময়: ১৭১১ ঘণ্টা, মার্চ ১১, ২০২৫
ইএসএস/এসআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।