ঢাকা, সোমবার, ২৫ ফাল্গুন ১৪৩১, ১০ মার্চ ২০২৫, ০৯ রমজান ১৪৪৬

জাতীয়

নড়াইলে ছাত্রদলের মানববন্ধন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১০ ঘণ্টা, মার্চ ১০, ২০২৫
নড়াইলে ছাত্রদলের মানববন্ধন নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজে জাতীয়তাবাদী ছাত্রদলের উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে

নড়াইল: নারীর প্রতি সহিংসতা, নিপীড়ন, ধর্ষণ এবং আইনশৃংখলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে নড়াইলে মানববন্ধন করেছে ছাত্রদল।

সোমবার (১০ মার্চ) দুপুর ১২টার দিকে নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজ চত্বরে ছাত্রদল সরকারি ভিক্টোরিয়া কলেজ শাখার আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এ সময় ভিক্টোরিয়া কলেজ শাখার আহ্বায়ক আবিদ হাসানের সভাপতিত্বে বক্তব্য রাখেন নড়াইল জেলা ছাত্রদলের সভাপতি ফরিদ বিশ্বাস, সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান সনি, সিনিয়র যুগ্মসাধারণ সম্পাদক সবুজ সরদার, কলেজ শাখা ছাত্রদলের সদস্য সচিব হামিদুল হক তনু এবং যুগ্ম আহ্বায়ক নিলয় সিকদার।

বক্তারা বলেন, দেশব্যাপী আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতিকল্পে অন্তর্বর্তী সরকারের প্রতি দাবি জানান।

বাংলাদেশ সময়: ১৬১০ ঘণ্টা, ১০ মার্চ ২০২৫
এসএইচ
 

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।