নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ শহরে অবাধে প্রবেশের দাবিতে সিটি করপোরেশনের সামনে ও ২ নম্বর রেলগেট এলাকায় অটোরিকশা জড়ো হয়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন অটোরিকশাচালকরা।
রোববার (৯ মার্চ) দুপুরে এ বিক্ষোভ শুরু করেন তারা।
এ সময় সড়কে এলোপাতাড়ি অটোরিকশা ফেলে রেখে সড়কে যান চলাচল বন্ধ করে দেন অটোরিকশাচালকরা। সড়ক অবরোধ করে ২ নম্বর রেলগেট এলাকায় ও নগর ভবনের গেটের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ প্রদর্শন করেন তারা।
২ নম্বর রেলগেট এলাকাটি শহরের প্রধান সড়ক এবং এ পথে যান চলাচল বন্ধ থাকায় যানজট ছড়িয়েছে পুরো শহরে।
এ সময় মূল শহরে সব অটোরিকশা বিনা বাধায় প্রবেশ করতে দেওয়ার দাবি জানান তারা। পাশাপাশি পুলিশ ও সিটি করপোরেশনের পক্ষ থেকে অটোরিকশা চালকদের জরিমানার প্রতিবাদ জানান তারা।
এ বিষয়ে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দিন বাংলানিউজকে জানান, আমরা খবর পেয়েছি। পুলিশ ঘটনাস্থলে যাচ্ছে।
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রধান নির্বাহী (সিইও) জাকির হোসাইন জানান, আমরা তাদের সঙ্গে কথা বলছি।
বাংলাদেশ সময়: ১৪২৭ ঘণ্টা, মার্চ ০৯, ২০২৫
এমআরপি/আরআইএস