ঢাকা, মঙ্গলবার, ২৫ ফাল্গুন ১৪৩১, ১১ মার্চ ২০২৫, ১০ রমজান ১৪৪৬

জাতীয়

নড়াইলে বিএনপি কার্যালয়ের পাশে বোমা হামলায় তিন নেতাকর্মী আহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৫ ঘণ্টা, মার্চ ৮, ২০২৫
নড়াইলে বিএনপি কার্যালয়ের পাশে বোমা হামলায় তিন নেতাকর্মী আহত নড়াইলে বিএনপি কার্যালয়ের সামনে বোমা হামলায় আহতদের একজন

নড়াইল: নড়াইল সদর উপজেলার গোবরা বাজার এলাকায় শিংগাশোলপুর ইউনিয়ন বিএনপি কার্যালয়ের পাশে তিনটি বোমা হামলা করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় দলটির তিনজন নেতাকর্মী আহত হয়েছেন।

আহতদের মধ্যে একজনের অবস্থা আশংকাজনক।

শুক্রবার (০৭ মার্চ) রাত সাড়ে নয়টার দিকে এ বোমা হামলার ঘটনা ঘটে।

আহতরা হলেন শিংগাশোলপুর ইউনিয়ন বিএনপির সহসভাপতি বাবু মোল্লা, গোবরা গ্রামের বিএনপি কর্মী সৈয়দ ওয়াজেদ আলী ও নিউটন গাজী ।  

শুক্রবার রাত সাড়ে নয়টার দিকে গোবরা নতুন স্ট্যান্ডে শিংগাশোলপুর ইউনিয়ন বিএনপি কার্যালয়ের পাশে বেশ কিছু নেতাকর্মী বসে ছিলেন। এসময় তিনটি মোটরসাইকেলে এসে তাদেরকে লক্ষ্য করে অতর্কিতভাবে তিনটি বোমা হামলা করে পালিয়ে যায় দুর্বৃত্তরা।

স্থানীয়রা আহতদের উদ্ধার করে নড়াইল সদর হাসপাতালে নিয়ে যান। এদের মধ্যে বিএনপি কর্মী সৈয়দ ওয়াজেদ আলীর অবস্থা আশংকাজনক হওয়ায় তাকে ঢাকায় পাঠানো হয়। অপর দুজন নড়াইল সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

নড়াইল সদর থানা বিএনপির সাধারণ সম্পাদক মোজাহিদুল ইসলাম পলাশ বাংলানিউজকে বলেন, শুনেছি গোবরা বাজারে বোমার আঘাতে তিনজন আহত হয়েছেন। এদের মধ্যে বাবু মোল্যা ও ওয়াজেদ আলী তিতুমীর বিএনপির নেতাকর্মী। অন্যজন নিউটন গাজী বিএনপির রাজনীতির সাথে জড়িত নন। তিনি এ ঘটনার কারণ বলতে পারেননি।

হামলার বিষয়টি স্বীকার করে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজেদুল ইসলাম বাংলানিউজকে বলেন, শুক্রবার রাত থেকেই এলাকায় পুলিশ ও সেনাবাহিনী মোতায়েন রয়েছে। এ ঘটনায় থানায় মামলা হয়নি। লিখিত অভিযোগ পেলে দোষীদের গ্রেপ্তার করা হবে।

বাংলাদেশ সময়: ১৬১৫ ঘণ্টা, ০৮ মার্চ ২০২৫
এসএইচ

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ