ঢাকা: ‘মার্চ ফর খিলাফত’ কর্মসূচি ঘিরে গত দুদিনে রাজধানী থেকে নিষিদ্ধ ঘোষিত সংগঠন হিযবুত তাহরীরের ২২ জন সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এর মধ্যে পল্টনে পুলিশের সঙ্গে সংঘর্ষের সময় ১৫ জনকে গ্রেপ্তার করা হয়।
শনিবার (৮ মার্চ) রাজধানীর মিন্টো রোডে ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত এক ব্রিফিংয়ে এ তথ্য জানান ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী।
ব্রিফিংয়ে হিযবুত তাহরীরের বিষয়ে এক প্রশ্নের জবাবে ডিএমপি কমিশনার বলেন, শুক্রবার (৭ মার্চ) পল্টনে সংঘর্ষের সময় আমরা ঘটনাস্থল থেকে হিযবুত তাহরীরের ১৫ জন সদস্যকে গ্রেপ্তার করেছি। এছাড়া শুক্রবার রাতে চারজন ও বৃহস্পতিবার (৬ মার্চ) রাতে আরও তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। মোট ২২ জন সদস্যকে এখন পর্যন্ত আমরা গ্রেপ্তার করেছি। এর মধ্যে সাতজনকে গ্রেপ্তার করেছে সিটিটিসি।
হিযবুত তাহরীরের মিছিল শুরুতেই কেন ছত্রভঙ্গ করা হয়নি- এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, গতকালের ঘটনায় আমরা গেটে তাদের ছত্রভঙ্গ করতে পারতাম। কিন্তু সেখানে ছত্রভঙ্গ করলে সাধারণ মুসল্লিরা আঘাত পেতে পারতো, টিয়ার গ্যাসে আক্রান্ত হতে পারতো, মুসল্লিদের ক্ষতি হতে পারতো, ধর্মীয় অনুভূতিতে আঘাত লাগতে পারতো। সেজন্য আমরা চিন্তা-ভাবনা করে যখন তারা পল্টন মোড় পার হয়ে আলাদা হয়েছে তখন ছত্রভঙ্গ করেছি।
শুক্রবার দুপুরে জুমার নামাজের পর ‘মার্চ ফর খিলাফত’ কর্মসূচির অংশ হিসেবে বায়তুল মোকাররম থেকে বিজয়নগর পর্যন্ত মিছিল করে নিষিদ্ধ ঘোষিত সংগঠন হিযবুত তাহরীরের কয়েক হাজার সদস্য। এক পর্যায়ে তাদের বাধা দেয় আইনশৃঙ্খলা বাহিনী। লাঠিচার্জের পাশাপাশি সাউন্ড গ্রেনেড ও টিয়ার শেল ছুড়ে মিছিলে অংশগ্রহণকারীদের ছত্রভঙ্গ করে দেয় পুলিশ। এতে বায়তুল মোকাররম এলাকায় উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়।
বাংলাদেশ সময়: ১৪৩৭ ঘণ্টা, মার্চ ০৭, ২০২৫
এসসি/আরবি