পটুয়াখালী: জেলা শহরের জুবিলি স্কুল সড়কের মনসা মন্দির সংলগ্ন এলাকায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে পাঁচটি বসতঘর ও দুটি ব্যবসা প্রতিষ্ঠান সম্পূর্ণ পুড়ে গেছে।
বৃহস্পতিবার (৬ মার্চ) ভোর পৌনে ৫টার দিকে এ ঘটনা ঘটে। তবে এতে কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি।
প্রত্যক্ষদর্শীদের মতে, মুহূর্তের মধ্যেই আগুন চারপাশে ছড়িয়ে পড়ে, ফলে ক্ষয়ক্ষতির পরিমাণ ভয়াবহ আকার ধারণ করে।
ক্ষতিগ্রস্তদের মধ্যে রয়েছেন জয়ন্তু রায়, নির্মল কর্মকার, রিপন কর্মকার, ধীমান কর্মকার, বাবুল চন্দ্র শীল ও বিকাশ চন্দ্র দাস। পাশাপাশি ‘নিকুঞ্জ সোনা ঘর’ ও ‘শ্যামল আর্ট’ নামের দুটি ব্যবসা প্রতিষ্ঠান আগুনে সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। তাদের সহযোগিতা করেন সদর থানা পুলিশ, আনসার ভিডিপি, রেড ক্রিসেন্ট, ফায়ার সার্ভিসের স্বেচ্ছাসেবক দল, জেলা ছাত্রদল ও স্থানীয়রা।
এ ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা দিশেহারা হয়ে পড়েছেন। বাবুল চন্দ্র শীলের মেয়ে অর্পিতা রানী শীল বলেন, ‘আমাদের চোখের সামনে সবকিছু পুড়ে গেল। এখন আমরা কীভাবে আবার স্বাভাবিক জীবনে ফিরব, জানি না।
পটুয়াখালী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক মো. মোস্তফা মোহসীন জানান, ‘অগ্নিকাণ্ডের সূত্রপাত সম্পর্কে এখনো নিশ্চিত হওয়া যায়নি। তবে তদন্ত চলছে এবং ক্ষতিগ্রস্তদের তালিকা তৈরি করা হচ্ছে। ’
এদিকে ক্ষতিগ্রস্তদের সহায়তায় প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছেন জেলা প্রশাসন।
বাংলাদেশ সময়: ১১২৬ ঘণ্টা, মার্চ ০৬, ২০২৫
আরএ