ঢাকা, বৃহস্পতিবার, ২১ ফাল্গুন ১৪৩১, ০৬ মার্চ ২০২৫, ০৫ রমজান ১৪৪৬

জাতীয়

শ্যামনগরে বেড়িবাঁধ নির্মাণে অনিয়ম ও দুর্নীতির অভিযোগে মানববন্ধন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০৪ ঘণ্টা, মার্চ ৫, ২০২৫
শ্যামনগরে বেড়িবাঁধ নির্মাণে অনিয়ম ও দুর্নীতির অভিযোগে মানববন্ধন

সাতক্ষীরা: সাতক্ষীরার শ্যামনগরে পানি উন্নয়ন বোর্ডের বেড়িবাঁধ নির্মাণে অনিয়ম ও দুর্নীতির অভিযোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (০৫ মার্চ) খোলপেটুয়া নদীর বেড়িবাঁধে বুড়িগোয়ালিনী ইউনিয়ন পরিষদ ও স্থানীয় জনগোষ্ঠীর আয়োজনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এতে অংশ নিয়ে বক্তারা বলেন, বুড়িগোয়ালিনীর অন্তত তিনটি পয়েন্টে জাইকার অর্থায়নে যেনতেনভাবে বেড়িবাঁধ নির্মাণের কাজ চলছে। অজ্ঞাত কারণে প্রকল্প সংক্রান্ত কোনো তথ্যও প্রকাশ করছে না পানি উন্নয়ন বোর্ডসহ সংশ্লিষ্টরা। কাজ করা হচ্ছে পানি উন্নয়ন বোডের কর্মকর্তা-কর্মচারীদের ইচ্ছেমত। এ বিষয়ে স্থানীয় পর্যায়ে কোনো সমন্বয়ও নেই। বক্তারা এ বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন।

মানববন্ধনে বুড়িগোয়ালিনী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী নজরুল ইসলাম এর সভাপতিত্বে বক্তব্য রাখেন ইউপি সদস্য গাজী আবিদ হাসান, ইউপি সদস্য মো. আব্দুর রউফ, ইউপি সদস্য মুকুন্দ পাইক, ইউপি সদস্য বিকাশ মুন্ডল, স্থানীয় জনগোষ্ঠীর শেফালি বেগম, সিডিও'র মো. হাফিজ, যুব স্বেচ্ছাসেবী সমন্বয় কমিটির মো. শামীম হোসেন, সুন্দরবন স্টুডেন্ট সলিডারিটি টিমের যুগ্ম-সাধারণ সম্পাদক মো. মোস্তাফিজুর রহমান, পরিবেশ কর্মী মো. ফজলুল হক, স.ম ওসমান গনী সোহাগ প্রমুখ।

মানববন্ধন শেষে শ্যামনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা রনী খাতুনের মাধ্যমে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ও সাতক্ষীরা জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করা হয়।

 

বাংলাদেশ সময়: ১৯০৩ ঘণ্টা, মার্চ ৫, ২০২৫

এমআরএম

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।