ঢাকা, সোমবার, ১৮ ফাল্গুন ১৪৩১, ০৩ মার্চ ২০২৫, ০২ রমজান ১৪৪৬

জাতীয়

বাগেরহাটে ভোটার সংখ্যা ১৩ লক্ষ ১৭ হাজার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২২ ঘণ্টা, মার্চ ২, ২০২৫
বাগেরহাটে ভোটার সংখ্যা ১৩ লক্ষ ১৭ হাজার

বাগেরহাট : বাগেরহাটে নতুন করে ১১ হাজার ৪০০ জন নাগরিক ভোটার হয়েছেন। এই নিয়ে জেলায় মোট ভোটার সংখ্যা দাঁড়ালো ১৩ লক্ষ ১৭ হাজার ৭৬৩ জন।

রোববার (২ মার্চ) সকালে বাগেরহাট জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জাতীয় ভোটার দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় বক্তারা এসব তথ্য জানান।

জেলা প্রশাসক আহম্মেদ কামরুল হাসানের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন জেলা নির্বাচন কর্মকর্তা মো. অলিউল ইসলাম, জেলা শিক্ষা কর্মকর্তা মো. ছায়েদুর রহমান,সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা হারুন অর রশিদ, প্রেসক্লাবের সভাপতি মো. কামরুজ্জামান, সাংবাদিক আলী আকবর টুটুল প্রমুখ।

বক্তারা বলেন, বয়স ১৮ হলেই সঠিক তথ্য প্রদান করে ভোটার হতে হবে। দ্বৈত ভোটার বা কোন প্রকার মিথ্যা তথ্য দিয়ে ভোটার হওয়া যাবে না। ভোটার হওয়ার ক্ষেত্রে নির্বাচন কমিশন ও সরকারের নির্দেশনা মেনে চলার আহবান জানান বক্তারা। আলোচনা সভা শেষে নতুন ভোটারদের মাঝে জাতীয় পরিচয়পত্র বিতরণ করা হয়।

এর আগে “তোমার আমার বাংলাদেশে, ভোট দেব মিলেমিশে” এ শ্লোগান নিয়ে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বেলুন উড়িয়ে বাগেরহাটে জাতীয় ভোটার দিবসের কর্মসূচি উদ্বোধন কেরন জেলা প্রশাসক আহম্মেদ কামরুল হাসান।

বাংলাদেশ সময়: ১৪২২ ঘণ্টা, মার্চ ২, ২০২৫
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।