রাজশাহী: রাজনৈতিক দলগুলোরও সংস্কার প্রয়োজন বলে দাবি করেছে ‘রাষ্ট্র সংস্কার আন্দোলন’ ও ‘জুলাই ৩৬ ফোরাম-অপরাজেয় বাংলা’।
রাজশাহীতে সংগঠন দুটির উদ্যোগে আজ ‘সমঝোতা ব্যতীত সংবিধান সংস্কার কি সম্ভব’ শীর্ষক সংলাপ অনুষ্ঠিত হয়।
রাজশাহী বিভাগীয় এই সংলাপে বক্তারা এমন দাবি জানান।
তারা বলেন, জুলাই অভ্যুত্থানের পর এখনো বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে ফ্যাসিবাদী ব্যবস্থা বিরাজ করছে। তাই রাজনৈতিক দলগুলোরও সংস্কার প্রয়োজন।
রাজশাহীর বরেন্দ্র কলেজ মিলনায়তনে শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) সকাল থেকে দুপুর পর্যন্ত এই সংলাপ অনুষ্ঠিত হয়।
সংলাপে বক্তারা বক্তরা বলেন, ফ্যাসিবাদী সরকারের পতন হলেও বাংলাদেশ থেকে চূড়ান্ত ফ্যাসিবাদ বিলোপ সম্ভব হয়নি। তাই এখনো বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যেও ফ্যাসিবাদী ব্যবস্থা বিরাজমান। মানুষ এখনো ন্যায্যঅধিকার থেকে বঞ্চিত। বাজারে দ্রব্যমূল্যর ঊর্ধ্বগতি, চুরি, ছিনতাই, ডাকাতি ও চাঁদাবাজি যেন বেড়েই চলেছে। এসবের কারণে বাংলাদেশে নতুন বিজয় সূচিত হলেও এখন পর্যন্ত কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছানো যাচ্ছে না। দেশে রাজনৈতিক, অর্থনৈতিক ও শিক্ষাক্ষেত্রে পর্যাপ্ত সংস্কার ও সমঝোতা জরুরি হয়ে গেছে।
সংলাপে আইন-শৃঙ্খলা বাহিনীর অকার্যকারিতা, বাজারের দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, সংবিধান সংষ্কার, নির্বাচনের প্রস্তুতির পূর্বে রাজনৈতিক সংলাপ ও সুষ্ঠু নির্বাচনের ক্ষেত্র তৈরিকরণ, পরিবেশে নদী ও ভূ-গর্ভস্থ পানি ব্যবস্থাপনা সংশোধনসহ বিভিন্ন বিষয়ে আলোচনা ও সুপারিশ জানান বক্তারা।
রাজশাহীতে অনুষ্ঠিত আজকের এই সংলাপে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান সমন্বয়ক হাসনাত কাইয়ুম। সভাপতিত্ব করেন রাজশাহী বিভাগীয় সমন্বয়ক মাহমুদ জামাল কাদেরী।
এছাড়া সংলাপে ড্যাবের রাজশাহী জেলা শাখা সভাপতি ডা. মো. ওয়াসিম হোসেন, রাষ্ট্র সংস্কার আন্দোলনের রাজশাহী মহানগরের সমন্বয়ক আবুল হাসনাৎ বেগ, রাষ্ট্র সংস্কার আন্দোলনের কেন্দ্রীয় কমিটির প্রচার সমন্বয়ক সৈয়দ আবুল হাসিব, গণসংহতি আন্দোলনের রাজশাহীর সদস্য সচিব জুয়েল রানা, গণঅভ্যুত্থান-২৪ চেতনা পরিষদের আহ্বায়ক মাহবুব সিদ্দিকী, বাংলাদেশ নদী ও পরিবেশ বাঁচাও আন্দোলনের সভাপতি অ্যাডভোকেট এনামুল হকসহ আরও অনেকে বক্তব্য রাখেন।
বাংলাদেশ সময়: ২২০৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৮, ২০২৫
এসএস/এএটি