ঢাকা, শুক্রবার, ১৫ ফাল্গুন ১৪৩১, ২৮ ফেব্রুয়ারি ২০২৫, ২৮ শাবান ১৪৪৬

জাতীয়

কুমিল্লায় মহাসড়ক অবরোধ করে শ্রমিকদের বিক্ষোভ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫১ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৮, ২০২৫
কুমিল্লায় মহাসড়ক অবরোধ করে শ্রমিকদের বিক্ষোভ মহাসড়ক অবরোধ করে শ্রমিকদের বিক্ষোভ

বকেয়া বেতনের দাবিতে কুমিল্লার চান্দিনা উপজেলার পশ্চিম বেলাশহর এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন শ্রমিকরা। প্রায় সোয়া এক ঘণ্টা অবরোধে মহাসড়কের উভয়পাশে অন্তত ২০ কিলোমিটার এলাকাজুড়ে যানজট সৃষ্টি হয়েছে।

শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে ওই এলাকায় ‘ডেনিম প্রসেসিং প্লান্ট’ নামে একটি পোশাক কারখানার শ্রমিকরা এ বিক্ষোভ করেন।  

পৌনে ১১টায় প্রশাসনের হস্তক্ষেপে অবরোধ প্রত্যাহার করে মহাসড়ক থেকে আন্দোলনকারী শ্রমিকরা সরে গেলে গাড়ির চাকা ঘুরতে শুরু করে।  

এ রিপোর্ট লেখা পর্যন্ত (দুপুর আড়াইটা) মহাসড়কের বুড়িচং উপজেলার কোরপাই থেকে চান্দিনার মাধাইয়া এলাকা পর্যন্ত অন্তত ১০ কিলোমিটারজুড়ে যানবাহনের তীব্র চাপ রয়েছে। যানজট নিরসনে সঙ্গে কাজ করছে হাইওয়ে ও জেলা পুলিশ।  

ডেনিম প্রসেসিং প্লান্টের একাধিক শ্রমিক জানান, দুই মাস আমাদের বেতন দিচ্ছে না মালিকপক্ষ। দুই মাসের বেতন কারও ৩০ হাজার, কারও ৪০ হাজার টাকা বকেয়া। এ মাসে আমাদের মাত্র ৬ হাজার টাকা বেতন দেয়। এতে আমরা ঘর ভাড়া দেওয়া থাক দূরের কথা, ভাত পর্যন্ত খেতে পারছি না। আমাদের কথা কেউ ভাবে না। মালিকদের কাজ করি, কিন্তু আমরা এখান থেকে বেতন নিয়ে যে সংসার চালাই, সেটা কেউ ভাবে না। আজ আমরা বাধ্য হয়েই মহাসড়কে নেমেছি। আমরা আমাদের ন্যায্য পাওনা দাবিতে মহাসড়কে অবস্থান নিলে পুলিশের সঙ্গে বিএনপি নেতা-কর্মীরা এসেও আমাদের সরিয়ে দেন।

এদিকে আজ কুমিল্লার চান্দিনা উপজেলা বিএনপির সম্মেলন থাকায় মহাসড়ক হয়ে নেতা-কর্মীরা সভাস্থলে আসতে বিঘ্ন ঘটার আশঙ্কায় পুলিশের সঙ্গে মহাসড়কের যানজট নিরসনে কাজ শুরু করে উপজেলা বিএনপি ও তার অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা।  

উপজেলা বিএনপি আহ্বায়ক মো. আতিকুল আলম শাওন জানান, তুচ্ছ বিষয়ে মহাসড়ক অবরোধ করা একটি অভ্যাসে পরিণত হয়েছে। সকালে শ্রমিকরা মহাসড়ক অবরোধ করায় আমরা ঘটনাস্থলে এসে শ্রমিকদের সঙ্গে কথা বলি এবং তাদের ন্যায্য পাওনা পরিশোধ করতে মালিকপক্ষের সঙ্গে আলোচনা করে এর সুষ্ঠু সমাধান করব বলে আশ্বস্ত করি। আমাদের কথার ওপর ভরসা করে তারা মহাসড়ক থেকে সরে দাঁড়ায়।  

হাইওয়ে পুলিশ ইলিয়টগঞ্জ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) মো. মনিরুল ইসলাম জানান, শ্রমিকরা মহাসড়ক অবরোধ করায় আমরা মালিকপক্ষের সঙ্গে আলোচনা করে এবং দ্রুত সময়ের মধ্যে তাদের বেতন-ভাতা পরিশোধ করার আশ্বাসে তারা মহাসড়ক থেকে সরে দাঁড়ায়। প্রায় সোয়া এক ঘণ্টা অবরোধে যানজট দীর্ঘ হয়। যান চলাচল স্বাভাবিক করতে চেষ্টা করছে আমাদের হাইওয়ে পুলিশ। দুপুরের মধ্যে যান চলাচল সম্পূর্ণ স্বাভাবিক হবে বলে মনে করেন তিনি।

এর আগেও বেতন-ভাতা ঠিকমতো পরিশোধ না হওয়ার দাবি তুলে বেশ কয়েকবার মহাসড়ক অবরোধ করেন ওই প্রতিষ্ঠানের শ্রমিকেরা।

বাংলাদেশ সময়: ১৭৪৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৮, ২০২৫
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ