ঢাকা, বৃহস্পতিবার, ১৩ ফাল্গুন ১৪৩১, ২৭ ফেব্রুয়ারি ২০২৫, ২৭ শাবান ১৪৪৬

জাতীয়

ডেভিল হান্ট: দিনাজপুরে আ.লীগ ও যুবলীগের ১৩ জন গ্রেপ্তার 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৬, ২০২৫
ডেভিল হান্ট: দিনাজপুরে আ.লীগ ও যুবলীগের ১৩ জন গ্রেপ্তার 

সারাদেশের মতো দিনাজপুরেও অপারেশন ডেভিল হান্ট পরিচালনা করেছে পুলিশ। গত ২৪ ঘণ্টায় অভিযানে আওয়ামী লীগ ও যুবলীগের ১৩ জন নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে।

এছাড়াও মাদক মামলায় ২৯ জন ও গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত ২৫ আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।  

বুধবার (২৬ ফেব্রুয়ারি) দিনাজপুর ডিআইও-১ লিয়াকত আলী এ তথ্য জানিয়েছেন।  

গ্রেপ্তারকৃত আওয়ামী লীগ ও যুবলীগের নেতাকর্মীরা হলেন- ঘোড়াঘাট উপজেলার ১ নম্বর বুলাকিপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি ও উপজেলার শালিকাদহ গ্রামের মো. রহমান (৬২), ওই ইউনিয়নের যুবলীগের সাবেক সভাপতি ও উপজেলার উত্তর দেবীপুর গ্রামের রফিকুল ইসলাম (৬০), কাহারোল উপজেলার ৩ নম্বর মুকুন্দপুর ইউনিয়ন আওয়ামী লীগের কার্যকরী সদস্য ও উপজেলার নিজিয়া গ্রামের গজেন্দ্র নাথ রায়ের ছেলে রাজকুমার (৪৫), একই উপজেলার ৬ নম্বর রামচন্দ্রপুর ইউনিয়ন যুবলীগের সদস্য উপজেলার ঈশানপুর মটুনীবাজার গ্রামের উদয় চন্দ্র রায়ের ছেলে নিরঞ্জন চন্দ্র রায় (৪৫), বোচাগঞ্জ উপজেলার ৬ নম্বর বনগাঁও ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও উপজেলার বনগাঁও গ্রামের হাসান আলীর ছেলে জোবাইদুর রহমান (৪৭), ফুলবাড়ী উপজেলার ৩ নম্বর কাজীহাল ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি ও উপজেলার বাজনাপাড়া গ্রামের মৃত জহির উদ্দিনের ছেলে সফিকুল ইসলাম (৪০), একই উপজেলার ৭ নম্বর শিবনগর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি ও উপজেলার দেবীপুর গ্রামের আমিনুল হক সরদার (৬৫), পার্বতীপুর উপজেলার ৬ নম্বর মোমিনপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও উপজেলার জয়পুর উত্তরপাড়া গ্রামের মৃত আব্দুর রকিব সরদারের ছেলে আবু দাউদ রুহুল আমিন পলাম (৪০), একই উপজেলার ১০ নম্বর হরিরামপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলার মধ্যপাড়া পলিপাড়া গ্রামের মৃত আবু তাহেরের ছেলে জিয়াদুল ইসলাম (৪০), একই ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগ কর্মী ও উপজেলার পাঁচপুকুর গ্রামের মৃত আফসার আলীর ছেলে শফিকুল ইসলাম (৪৮), উপজেলার ১ নম্বর বেলাইচন্ডি ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগ কর্মী ও উপজেলার হরিরামপুর ভাটিপাড়া গ্রামের মৃত খলিলুর রহমানের ছেলে দুলাল প্রামাণিক (৪০), পার্বতীপুর পৌর আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ও উপজেলার নতুনবাজার গ্রামের মমিনুল ইসলাম (৫০), পার্বতীপুর উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক ও উপজেলার রিয়াজনগর গ্রমের মৃত মোখলেছুর রহমানের ছেলে রিয়াসাদ সরোয়ার জয় (৩০)।

ডিআইও-১ জানান, অপরাধমূলক, সমাজবিরোধী ও জনশৃঙ্খলাবিরোধী অপরাধে ২৪ ঘণ্টার অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়েছে।
 গ্রেপ্তারকৃতদের মধ্যে ১৩ জনের বিরুদ্ধে পুলিশ আইনের ৩৪ ধারায় একজন এবং ফ্যাসিস্ট দল ও তার সহযোগী সংগঠনের ১৩ জন রয়েছেন। তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।  

বাংলাদেশ সময়: ২০৫৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৬, ২০২৫
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।