নরসিংদী: শিবপুর উপজেলায় কবির আহমেদ (৩৫) নামে এক কাপড় ব্যবসায়ীকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে।
বুধবার (১৯ ফেব্রুয়ারি) সকালে উপজেলার জয়নগর ইউনিয়নের শিবপুর-জাল্লারা সড়কের ধনাইয়া এলাকার ব্রিজের পাশ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত কবির আহমেদ জয়নগর ইউনিয়নের ধনাইয়া এলাকার আলিম উদ্দিনের ছেলে। তিনি শিবপুর থানা সংলগ্ন মার্কেটের একজন কাপড় ব্যবসায়ী ছিলেন।
পুলিশ ও নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে কবির হোসেন ব্যবসায়িক কাজ শেষে মোটরসাইকেলে বাড়িতে যাচ্ছিলেন। এসময় তিনি মোবাইল ফোনে এক নারীর সঙ্গে কথা বলছিলেন। দুইজনে কথা বলার সময় অপর প্রান্তের নারী বুঝতে পারেন কবির ছিনতাইকারীর কবলে পড়েছেন। পরে তার মাধ্যমে পরিবারের লোকজন জানতে পারেন কবির আহমদে ছিনতাইকারীর কবলে পড়েছেন। তবে স্বজন-প্রতিবেশীরা রাতভর খোঁজাখুঁজি করলেও তার কোনো সন্ধান পাননি।
বুধবার সকালে ওই এলাকার একটি ব্রিজের নিচে কবিরের লাশ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। এসময় কবিরের শরীরের একাধিক স্থানে ছুরিকাঘাতের চিহ্ন দেখা যায়। পরে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠায়।
নিহতের ভাই মনির হোসেন বলেন, আমরা রাতেই বিষয়টি জানতে পেরে থানায় গিয়ে অভিযোগ দিয়েছি। পুলিশসহ আমরা বিভিন্ন স্থানে তার খোঁজ করেও সন্ধান পাইনি। সকালে তার মরদেহ পাই। আমাদের জানামতে তার কোনো শত্রু নাই। তবে কিছুদিন ধরে তিনি এক নারীর সঙ্গে কথা বলতেন। গতকাল রাতে তার সঙ্গে কথা বলার সময়ই কবিরকে আটকায় দুর্বৃত্তরা। পরে ওই নারীই আমাদের পরিবারকে জানায়। এ কারণে আমাদের সন্দেহ হচ্ছে। আমার ভাইয়ের দুইটা ছেলে এতিম হয়ে গেল। আমি ভাই হত্যার বিচার চাই, কী কারণে তাকে হত্যা করা হয়েছে জানতে চাই?
শিবপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফজাল হোসাইন জানান, রাতে আমাদের জানানোর পর একাধিক জায়গায় খোঁজ করেও তার সন্ধান পাইনি। পরে সকালে তার মরদেহ পাওয়া যায়। তার ব্যবহৃত মোটরসাইকেল ও মোবাইল ফোন ছিনিয়ে নেওয়া হয়েছে। তার গায়ে একাধিক ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। পুলিশ মরদেহ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে। এ ঘটনার রহস্য উদঘাটনে আমরা বাজারের ব্যবসায়ীসহ কবিরের ঘনিষ্ঠ একাধিক ব্যক্তির সঙ্গে কথা বলে তথ্য নিচ্ছি। আশা করছি দ্রুত সময়েই রহস্য উদঘাটন করে আসামি গ্রেপ্তার করতে পারবো।
এ ব্যাপারে থানায় হত্যা মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
বাংলাদেশ সময়: ১৬২৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৯, ২০২৫
আরএ