ঢাকা, বৃহস্পতিবার, ৭ ফাল্গুন ১৪৩১, ২০ ফেব্রুয়ারি ২০২৫, ২০ শাবান ১৪৪৬

জাতীয়

হবিগঞ্জে ৩ জনের আত্মহত্যার অভিযোগ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৩৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৮, ২০২৫
হবিগঞ্জে ৩ জনের আত্মহত্যার অভিযোগ প্রতীকী ফটো

হবিগঞ্জ: হবিগঞ্জে তিনজনের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১৭ ফেব্রুয়ারি) জেলার চুনারুঘাট ও আজমিরীগঞ্জ থানা পুলিশ মরদেহগুলো উদ্ধার করে ২৫০ শয্যা জেলা সদর হাসপাতাল মর্গে পাঠায়।

মৃতরা হলেন, জেলায় আজমিরীগঞ্জ উপজেলার রনিয়া গ্রামের আব্দুল হাসিম (৮৫), চুনারুঘাট উপজেলার মাহদিরকোনা গ্রামের কাছুম আলীর পালিত ছেলে অনিক মিয়া (১৮) ও একই উপজেলার লালচান্দ চা বাগানের বাসিন্দা ফয়সল মিয়ার স্ত্রী সামিনা খাতুন (২০)।

বৃদ্ধ আব্দুল হাসিমের পেশা গ্রাম্য কবিরাজ। সোমবার সকালে নিজ বসতঘরের তীরের সাথে গলায় ফাঁস দেওয়া অবস্থায় তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

আজমিরীগঞ্জ সদর ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য মো. শহিদ মিয়া আব্দুল হাসিম মিয়ার ছেলের বরাতে বলেন, হাসিম ঘুমিয়ে স্বপ্ন দেখতেন গলায় ফাঁস লাগিয়ে তিনি আত্মহত্যা করেন। কিছুদিন ধরে এই কথা সন্তানদের বলে আসছিলেন। সেই স্বপ্ন সত্যি করতে আত্মহত্যা করেছেন বলে পরিবার ধারণা করছে।

এ ব্যাপারে থানার ওসি এবিএম মাইদুল ইসলাম বলেন, ‘ধারণা করা হচ্ছে হাসিম আত্মহত্যা করেছেন। ময়নাতদন্ত শেষে বিস্তারিত তথ্য জানানো হবে। ’

এদিকে সুনামগঞ্জের দোয়ারাবাজার এলাকার দরিদ্র পরিবারের ময়না মিয়ার ছেলে অনিক মিয়াকে শিশু অবস্থায় দত্তক আনেন চুনারুঘাটের কাছুম আলী। কয়েক বছর ধরে অনিক মানসিক রোগে আক্রান্ত হন।

মানসিক রোগে আক্রান্ত হওয়ার কারণে গলায় ফাঁস দিয়ে অনিক আত্মহত্যা করে থাকতে পারেন বলে চুনারুঘাট থানার ওসি মো. নূর আলম বাংলানিউজকে জানিয়েছেন।

এছাড়া থানার এসআই গিয়াস উদ্দিন সামিনার পরিবারের বরাত দিয়ে জানান, স্বামীর সাথে ঝগড়া করে প্রায় এক বছর ধরে পিত্রালয়ে অবস্থান করছেন সামিনা। সোমবার সকালে খাবার শেষে নিজের শয়নকক্ষে প্রবেশ করেন। পরে দুপুরে পরিবারের লোকজন গিয়ে দেখতে পান গলায় রশি দিয়ে আঁড়ার সাথে তার মরদেহ ঝুলছে। পরে মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ০৭৩০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৮, ২০২৫
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।