ঢাকা, বুধবার, ৬ ফাল্গুন ১৪৩১, ১৯ ফেব্রুয়ারি ২০২৫, ১৯ শাবান ১৪৪৬

জাতীয়

মার্কেটের সাইনবোর্ডে ভেসে উঠলো ‘চাচা হাসু আপা কোথায়?’

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮১০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০২৫
মার্কেটের সাইনবোর্ডে ভেসে উঠলো ‘চাচা হাসু আপা কোথায়?’

সিলেট: সিলেটের গোলাপগঞ্জ পৌর এলাকার  একটি ডিজিটাল সাইনবোর্ডে  ‘চাচা হাসু আপা কোথায়? মোদির কাছে পালিয়ে গেছে?’ লেখা ভেসে ওঠে। এ নিয়ে স্থানীয়ভাবে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

 

ইতোমধ্যে লেখাটির একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর প্রশাসনসহ সর্বমহলে আলোচনা-সমালোচনার ঝড় বইছে।  

বুধবার (১২ ফেব্রুয়ারি) রাতে গোলাপগঞ্জের চৌরাস্তা সংলগ্ন  কুশিয়ারা শপিং কমপ্লেক্সের দ্বিতীয় তলায় থাকা নিরাময় ডেন্টাল কেয়ারের ডিজিটাল সাইনবোর্ডের এই লেখাগুলো ভেসে ওঠে।

স্থানীয় সূত্রে জানা যায়, গতরাত থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়ার পরপরই এটি নিয়ে বেশ চাঞ্চল্যের সৃষ্টি হয়। কেউ কেউ আবার এটিকে প্রতিষ্ঠানের বাণিজ্যিক প্রচারণার কৌশল বলেও অভিহিত করছেন। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শনে আসে পুলিশের একটি দল। কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে তা জানা যায়নি।

এ বিষয়ে গোলাপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান মোল্লা বলেন, মার্কেটের সাইনবোর্ডে এমন লেখা ভেসে ওঠার খবর পেয়ে ঘটনাস্থলে গেলেও রাতে মার্কেটটি বন্ধ পেয়েছি। যদিও প্রতিষ্ঠান কর্তৃপক্ষের দাবি এই ঘটনা সম্পর্কে তারা কিছুই জানেন না বলে জানান।  

বৃহস্পতিবার সন্ধ্যায় নিরাময় ডেন্টাল কেয়ারের টেকনিক্যাল ডিরেক্টর মারজান সিদ্দিকী বলেন, ব্যবসা প্রতিষ্ঠানের মান ক্ষুণ্ন করার জন্য কে বা কারা হ্যাকিং-এর মাধ্যমে এ কাজটি করেছেন। তবে আমরা বিষয়টি দেখে তাৎক্ষণিক ডিজিটাল সাইনবোর্ড বন্ধ করে দিই ও থানা অবগত করি।  

বাংলাদেশ সময়: ০৮০৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০২৫
এনইউ/এসএএইচ
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।