লক্ষ্মীপুর: গাজীপুরে হামলায় আহত শিক্ষার্থী আবুল কাশেমের মৃত্যুর প্রতিবাদে লক্ষ্মীপুরের রায়পুরে বিক্ষোভ মিছিল করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকারীরা। এসময় কাশেমের গায়েবানা জানাজা আদায় করেন তারা।
বুধবার (১২ ফেব্রুয়ারি) রাত ৯টার দিকে জেলার রায়পুর উপজেলা শহরের শহীদ ওসমান চত্বর থেকে মিছিলটি বের করে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আলিয়া মাদরাসার সামনে গিয়ে শেষ হয়। মিছিলে ফ্যাসিস্ট আওয়ামী লীগের বিচার ও নিষিদ্ধের দাবিও তোলেন তারা।
মিছিল শেষে শহীদ ওসমান চত্বরে কাশেমের গায়েবানা জানাজার নামাজ অনুষ্ঠিত হয়।
উল্লেখ্য, গাজীপুরে মুক্তিযুদ্ধবিষয়ক সাবেক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের বাড়িতে হামলার শিকার হয়ে গুরুতর আহত হন শিক্ষার্থী আবুল কাশেম।
বুধবার বিকেলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার।
বাংলাদেশ সময়: ০৮৫৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০২৫
আরএ