রাজশাহী: রাজশাহীতে অপারেশন ডেভিল হান্টে গত ২৪ ঘণ্টায় যুবলীগ, যুব মৈত্রী ও নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের তিন নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে যৌথবাহিনী। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা, বিস্ফোরণ ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে তাদের গ্রেপ্তার করা হয়েছে।
মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) দুপুরে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি) সদর দপ্তরের অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) সাবিনা ইয়াসমিন এই তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, অপারেশন ডেভিল হান্ট ছাড়াও নিয়মিত অভিযানে আরও ২৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে মাদক মামলায় ৪ জন, ওয়ারেন্টভুক্ত ৬ জন রয়েছেন। এ ছাড়া অন্যান্য অপরাধে ১৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
রাজশাহীতে অপারেশন ডেভিল হান্টে গ্রেপ্তাররা হলেন—মো. সুমন (২৩), হাফিজুর রহমান সাগর (৪৫) ও আতিকুর রহমান (২৪)।
এদের মধ্যে সুমন রাজশাহী মহানগরের বোয়ালিয়া থানার কাদিরগঞ্জ এলাকার আব্দুস সালাম ওরফে মানুর ছেলে। তিনি মহানগর ১৩ নম্বর ওয়ার্ড যুবলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক। হাফিজুর রহমান সাগর মহানগরের কাশিয়াডাঙ্গা থানার হড়গ্রাম এলাকার মৃত লুৎফর রহমানের ছেলে এবং তিনি কাশিয়াডাঙ্গা থানার যুব মৈত্রীর সাবেক আহ্বায়ক। আতিকুর রহমান নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের কর্মী। তিনি রাজশাহীর বাগমারা উপজেলার ভাতঘর পাড়ার আব্দুল খালেকের ছেলে।
গত ২৪ ঘণ্টায় বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা, বিস্ফোরণ, সন্ত্রাসী কর্মকাণ্ড ও অন্যান্য অভিযোগে এই ৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। জিজ্ঞাসাবাদ শেষে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানিয়েছেন পুলিশের ঊর্ধ্বতন এই কর্মকর্তা।
বাংলাদেশ সময়: ১৪৪৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ১১, ২০২৫
এসএস/এমজেএফ