ঢাকা, রবিবার, ২৫ মাঘ ১৪৩১, ০৯ ফেব্রুয়ারি ২০২৫, ০৯ শাবান ১৪৪৬

জাতীয়

আওয়ামী লীগ নিষিদ্ধ-সন্ত্রাসীদের বিচার দাবিতে বরিশালে মশাল মিছিল

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ৮, ২০২৫
আওয়ামী লীগ নিষিদ্ধ-সন্ত্রাসীদের বিচার দাবিতে বরিশালে মশাল মিছিল

বরিশাল: আওয়ামী লীগ নিষিদ্ধকরণ ও সন্ত্রাসীদের বিচার দাবিতে বরিশালে মশাল মিছিল করেছে শিক্ষার্থীরা।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বরিশাল মহানগরের ব্যানারে শনিবার (৮ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টায় নগরের কেন্দ্রীয় শহীদ মিনার চত্ত্বর থেকে নগরে এ মিছিল বের করা হয়।

মশাল মিছিলটি নগরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে অশ্বিনী কুমার হল প্রাঙ্গণে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়।

এ সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বরিশাল মহানগরের আহ্বায়ক শহিদুল ইসলাম সাহেদ ও সদস্য সচিব মো. শাহাদাতসহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২০১৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ৮, ২০২৫
এমএস/এমজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ