ফরিদপুর: ফরিদপুরের ভাঙ্গায় আধিপত্য বিস্তার ও পূর্ব শত্রুতার জের ধরে আলমগীর মোল্যা (৪০) নামে ইউনিয়ন পরিষদের (ইউপি) এক সদস্যকে কুপিয়ে জখম করেছে প্রতিপক্ষের লোকজন। খবর পেয়ে দেশীয় অস্ত্র ঢাল-সরকি নিয়ে সংঘর্ষে জড়ায় দুপক্ষ।
শনিবার (৮ ফেব্রুয়ারি) সকাল ৯টার দিকে উপজেলার হামিরদী ইউনিয়নের মুনসুরাবাদ গ্রামে এ ঘটনা ঘটে।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, হামেরদী ইউপির বর্তমান সদস্য আলমগীর মোল্যা ও সাবেক ইউপি সদস্য বাবর আলী মাতুব্বরের মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে দীর্ঘদিনের বিরোধ চলছিল। গত ২৫ ডিসেম্বর তাদের দুপক্ষের মধ্যে তুচ্ছ ঘটনা নিয়ে সংঘর্ষ হয়েছিল। সেই ঘটনার জের ধরে শনিবার সকালে আলমগীর মোল্যা মোটরসাইকেল চালিয়ে ভাঙ্গা যাওয়ার পথে তার পথ গতিরোধ করে প্রতিপক্ষের লোকজন। এসময় ধারালো অস্ত্র দিয়ে তাকে কুপিয়ে জখম করা হয়।
এ ঘটনা গ্রামে ছড়িয়ে পড়লে গ্রামবাসী দেশী অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। দুপক্ষের গ্রামবাসী ঢাল-সরকি, কাতরাসহ দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে আহত হন আরও পাঁচজন। আহতদের উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়েছে। গুরুতর আহত ইউপি সদস্যকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
সংঘর্ষে আলমগীরের সমর্থক আলী মোর্শেদের দুটি বসতঘর, একটি পিকআপভ্যান, একটি মোটরসাইকেল ভাঙচুর করে প্রতিপক্ষের লোকজন। খবর পেয়ে থানা পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোকছেদুর রহমান বলেন, ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে। এখন পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
বাংলাদেশ সময়: ১৫৫০ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৮, ২০২৫
এসআরএস