ঢাকা, বুধবার, ২১ মাঘ ১৪৩১, ০৫ ফেব্রুয়ারি ২০২৫, ০৫ শাবান ১৪৪৬

জাতীয়

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন যশোরের সদস্য সচিবের পদ স্থগিত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০১৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ৫, ২০২৫
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন যশোরের সদস্য সচিবের পদ স্থগিত জেসিনা মোর্শেদ প্রাপ্তি

যশোর: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন যশোরের সদস্য সচিবের পদটি সাময়িকভাবে স্থগিত করা হয়েছে।

মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) সংগঠনের কেন্দ্রীয় আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ ও সদস্য সচিব আরিফ সোহেল স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

 

বিজ্ঞপ্তিতে বলা হয়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন যশোর জেলা শাখার সদস্য সচিব জেসিনা মোর্শেদ প্রাপ্তি। তার বিরুদ্ধে সম্প্রতি উপজেলা কমিটি গঠনে সাংগঠনিক নীতিবহির্ভূত কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ আনা হয়েছে। এ কারণে তার পদটি সাময়িকভাবে স্থগিত করা হলো। আনীত অভিযোগসমূহ তদন্তের জন্য আশরেফা খাতুন, ওয়াহিদুজ্জামান ও আকরাম হোসাইন রাজের সমন্বয়ে তিন সদস্যের কমিটি করা হয়েছে। আগামী তিন কার্যদিবসের মধ্যে প্রাপ্তিকে কমিটির সামনে হাজির হওয়ারও নির্দেশ দেওয়া হয়েছে।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন যশোর জেলা কমিটির আহ্বায়ক রাশেদ খান বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ০০১৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৫, ২০২৫
আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।