ঢাকা, মঙ্গলবার, ২১ মাঘ ১৪৩১, ০৪ ফেব্রুয়ারি ২০২৫, ০৪ শাবান ১৪৪৬

জাতীয়

কিশোরগঞ্জে বাসচাপায় শিক্ষক নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৩২ ঘণ্টা, ফেব্রুয়ারি ৪, ২০২৫
কিশোরগঞ্জে বাসচাপায় শিক্ষক নিহত

কিশোরগঞ্জ: কিশোরগঞ্জে বাসচাপায় কোদালিয়া এস আই উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হাবিবুর রহমান কাঞ্চন (৫৭) নিহত হয়েছেন।  

সোমবার (৩ ফেব্রুয়ারি) রাত পৌনে ৮টার দিকে কিশোরগঞ্জ-পাকুন্দিয়া সড়কের কিশোরগঞ্জ সদর উপজেলার চৌদ্দশত এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

হাবিবুর রহমান কাঞ্চন জেলার কিশোরগঞ্জ সদর উপজেলার চৌদ্দশত ইউনিয়নের বাটাইল গ্রামের বাসিন্দা।

স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার (৩ ফেব্রুয়ারি) রাত পৌনে ৮টার দিকে মোটরসাইকেলে করে বাড়িতে যাচ্ছিলেন হাবিবুর রহমান কাঞ্চন। পথে চৌদ্দশত এলাকার পেট্রল পাম্পের কাছে পৌঁছালে একটি বাস হাবিবুর রহমান কাঞ্চনের মোটরসাইকেলটিকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে হাবিবুর রহমান কাঞ্চন গুরুতর হন। পরে স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য কিশোরগঞ্জ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কৃষি বিজ্ঞানী ড. মোহাম্মদ মহিউদ্দীন বাংলানিউজকে সত্যতা নিশ্চিত করেছেন।  

বাংলাদেশ সময়: ০৭৩২ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৪, ২০২৫
আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।