ঢাকা, শুক্রবার, ৯ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

জাতীয়

শাহজালালের হেভি লাগেজ গেট থেকে কিশোর আটক

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩৭ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০২৫
শাহজালালের হেভি লাগেজ গেট থেকে কিশোর আটক হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর। ফাইল ছবি

ঢাকা: হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ড্রাইভওয়ের ১ নম্বর হেভি লাগেজ গেটের সামনে যত্রতত্রভাবে ঘোরাঘুরি করার সময় মো. ইউসুফ মিয়া (১১) নামে এক কিশোরকে আটক করেছে কর্তৃপক্ষ।  

বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ জানায়, সোমবার (২০ জানুয়ারি) ভোর সাড়ে ৫টার দিকে ড্রাইভওয়ের ১ নম্বর হেভি লাগেজ গেটের সামনে ইউসুফকে যত্রতত্র ঘোরাঘুরি করার সময় টহলরত এভসেক সদস্যের দৃষ্টিগোচর হয়।

পরে ইউসুফকে জিজ্ঞাসাবাদ করলে সে তার বাবার নাম আমিরুল ইসলাম, মা শারমিন আক্তার বলে জানায়। কিন্তু নিজের ঠিকানা সঠিকভাবে বলতে পারে না।  

ইউসুফের কথাবার্তা অযৌক্তিক হওয়ায় এবং তার বর্তমান ঠিকানা না বলতে পারায় তাকে সঠিক গন্তব্য স্থানে তার বাবা-মার কাছে পৌঁছে দেওয়ার জন্য বিমানবন্দর থানায় হস্তান্তর করা হয়।

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের অভ্যন্তরে এবং বহিরাঙ্গনে বছরে ১২ মিলিয়ন (এক কোটি ২০ লাখ) যাত্রী এবং বহুসংখ্যক সহযাত্রীদের জন্য নিয়ম মাফিক দায়িত্ব পালন ও সেবায় বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের তত্ত্বাবধানে সব সংস্থা বদ্ধপরিকর।

বাংলাদেশ সময়: ২০৩৫ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০২৫
এমআইএইচ/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।