ঢাকা, শুক্রবার, ৯ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

জাতীয়

বাগেরহাটে আগ্নেয়াস্ত্রের গুলিসহ আ.লীগ নেতার ছেলে ও সহযোগী আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮১১ ঘণ্টা, জানুয়ারি ১৯, ২০২৫
বাগেরহাটে আগ্নেয়াস্ত্রের গুলিসহ আ.লীগ নেতার ছেলে ও সহযোগী আটক আটকরা ও জব্দ করা গুলি

বাগেরহাট: বাগেরহাটের রামপালে পিস্তল ও শর্ট গানের গুলিসহ জেলা আওয়ামী লীগ নেতার ছেলে ও তার সহযোগীকে আটক করা হয়েছে।  

মামলা দায়ের করে শনিবার (১৮ জানুয়ারি) বিকেলে আটকদের আদালতে সোপর্দ করা হয়েছে।

এর আগে শুক্রবার সন্ধ্যায় (১৭ জানুয়ারি) উপজেলার কালীগঞ্জ বাজারে আওয়ামী লীগ নেতা আবু সাঈদের রাইস মিল থেকে এদের আটক করা হয়। এসময় এক রাউন্ড পিস্তলের গুলি ও ২৫ রাউন্ড শটগানের গুলি জব্দ করা হয়।

আটকরা হলেন- রামপাল উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান জেলা আওয়ামী লীগের সদস্য শেখ মো. আবু সাইদের ছেলে আবু মাতলুব ও তার সহযোগী একরামুল হক রাজিব।

বাগেরহাটের পুলিশ সুপার মো. তৌহিদুল আরিফ বলেন, আওয়ামী লীগ নেতা শেখ আবু সাইদের কাছে অবৈধ আগ্নেয়াস্ত্র আছে এমন গোপন সংবাদের ভিত্তিতে কালীগঞ্জ বাজারে তার রাইস মিলে অভিযান চালানো হয়। এসময় তার ছেলে আবু মাতলুব  ও সহযোগী একরামুল হক রাজিবকে আটক করা হয়। পরে তাদের কাছ থেকে পিস্তলের এক রাউন্ড গুলি ও ২৫ রাউন্ড শটগানের গুলি জব্দ করা হয়। এ ঘটনায় মামলা দায়ের করে আটকদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ০৮০৬ ঘণ্টা, ১৯ জানুয়ারি, ২০২৫
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।