ঢাকা, শুক্রবার, ১০ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

জাতীয়

বাকেরগঞ্জে পৃথক দুর্ঘটনায় নারীসহ ২ জনের মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২৩৬ ঘণ্টা, জানুয়ারি ১৮, ২০২৫
বাকেরগঞ্জে পৃথক দুর্ঘটনায় নারীসহ ২ জনের মৃত্যু

বরিশাল: বরিশালের বাকেরগঞ্জে পৃথক দুর্ঘটনায় নারীসহ দুজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় চার মাস বয়সী এক শিশুসহ চারজন গুরুতর আহত হয়েছেন।

এর মধ্যে শুক্রবার (১৭ জানুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে বরিশাল-পটুয়াখালী মহাসড়কের দুধল মৌ এলাকায় যাত্রীবাহী বাসের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলচালক ও তার চার মাস বয়সী শিশু সন্তান গুরুতর আহত হয় এবং তার স্ত্রী ঘটনাস্থলেই নিহত হন। নিহত হোসনে আরা বরিশাল সেনানিবাসে কর্মরত ল্যান্স করপোরাল মো. বুলবুলের স্ত্রী।  

প্রত্যক্ষদর্শী এক দোকানি জানান, স্ত্রী ও সন্তান নিয়ে সেনা সদস্য মোটরসাইকেলযোগে সেনানিবাসের দিকে যাচ্ছিলেন। তখন পটুয়াখালী থেকে গাজীপুরের উদ্দেশে রওনা দেওয়া সাকুরা পরিবহনের বাসের সঙ্গে তাদের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই সেনা সদস্যর স্ত্রীর মৃত্যু হয়। গুরুতর আহত অবস্থায় সেনা সদস্য ও তার শিশু সন্তানকে সিএইচএইচে নেওয়া হয়েছে। দুর্ঘটনার পর বাস রাস্তার মাঝে রেখে চালক ও সহকারী পালিয়ে গেছেন।  

বাকেরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানান, দুর্ঘটনায় একজন নিহত হয়েছেন। আশঙ্কাজনক অবস্থায় সেনা সদস্য ও তার শিশু সন্তানকে ঢাকা নেওয়া হয়েছে। বাসটি আটক করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

অপরদিকে শুক্রবার রাত ১০টার দিকে বাকেরগঞ্জের চরাদি ইউনিয়নের মাঝের ব্রিজ এলাকায় মোটরসাইকেল ও টমটমের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী ফয়সাল (১৮) নামে এক যুবকের মৃত্যু হয়। নিহত ফয়সাল বাকেরগঞ্জ উপজেলার গারুরিয়া ইউনিয়নের রবিপুর এলাকার মো. আব্দুল কুদ্দুসের ছেলে ও বা‌কে‌রগ‌ঞ্জের জাহাঙ্গীর হোসেন মোল্লা কলেজের এইচএসসির দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন।

এ ঘটনায় রাকিব ও মুশফিক নামে আরও দুই যুবক আহত হয়েছেন। তাদের বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছেন নিহতের স্বজন সাইদুর রহমান।  

মরদেহ ময়নাতদন্তের জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে রাখা হয়েছে। এছাড়া বিষয়টি থানা পুলিশকে জানানো হয়েছে।

বাংলাদেশ সময়: ০২৩৪ ঘণ্টা, জানুয়ারি ১৮, ২০২৫
এমএস/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।