ঢাকা, শুক্রবার, ১০ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

জাতীয়

প্রেস অ্যাক্রেডিটেশন নীতিমালা পুনর্মূল্যায়নে ১৭ সদস্যের কমিটি

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪২ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০২৫
প্রেস অ্যাক্রেডিটেশন নীতিমালা পুনর্মূল্যায়নে ১৭ সদস্যের কমিটি ফাইল ছবি

ঢাকা: প্রধান উপদেষ্টার কার্যালয়ের নির্দেশনা অনুযায়ী প্রেস অ্যাক্রেডিটেশন নীতিমালা ২০২২ পুনমুল্যায়নের জন্য ১৭ সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে।  

বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপ-সচিব খাদিজা তাহেরা ববির সই করা এক প্রজ্ঞাপনে এমনটি জানানো হয়।

 

রাষ্ট্রপতির প্রেস সচিব মো. সরওয়ার আলমকে এই কমিটির আহ্বায়ক করা হয়েছে।  

কমিটির কার্যপরিধিতে বলা হয়েছে, প্রেস আ্যাক্রিডিটেশন নীতিমালা-২০২২ পুনর্মূল্যায়নপূর্বক প্রয়োজনীয় সংযোজন, সংশোধন ও পরিমার্জনের বিষয়ে সুপারিশ প্রণয়ন করবে।

কমিটিকে ১০ ফেব্রুয়ারির মধ্যে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব বরাবর প্রতিবেদন দাখিল করতে হবে। অবিলম্বে এ প্রজ্ঞাপন কার্যকর হবে।

গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর বেশ কয়েকজন সাংবাদিকের অ্যাক্রিডিটেশন কার্ড বাতিল হয়।

অ্যাক্রিডিটেশন কার্ড ইস্যুর নীতিমালা যুগোপযোগী করার লক্ষ্যে প্রেস অ্যাক্রিডিটেশন নীতিমালা-২০২২ প্রণয়ন করে তৎকালীন সরকার।  

বাংলাদেশ সময়: ২১৩৬ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০২৫
এমইউএম/আরএইচ 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।