ঢাকা, শুক্রবার, ৯ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

জাতীয়

যৌক্তিক সংস্কারের পরে নির্বাচনের দাবি মামুনুল হকের

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫০ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০২৫
যৌক্তিক সংস্কারের পরে নির্বাচনের দাবি মামুনুল হকের মাওলানা মুহাম্মদ মামুনুল হক

ভোলা: যৌক্তিক সংস্কারের পরে নির্বাচনের দাবি জানিয়েছেন বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা মুহাম্মদ মামুনুল হক।

তিনি বলেন, আগামী নির্বাচনে ইসলামী দলগুলো ঐক্যবদ্ধ হয়ে নির্বাচনে অংশগ্রহণ করবে।

 

ইতোমধ্যে ইসলামী দলগুলোর মধ্যে আলাপ-আলোচনা চলছে। এছাড়াও আগামীর বাংলাদেশে আমরা আরও বৃহত্তর ঐক্যে প্রত্যাশা করছেন।  

বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) বেলা ১১টার দিকে ভোলা সদর উপজেলার মাদরাসা বাজার সংলগ্ন আল জামিয়াতুল আরাবিয়া দারুল উলুম আজিজিয়া মাদরাসায় সবক অনুষ্ঠান প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।  

অনুষ্ঠান শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

আল্লামা মামুনুল হক আরও বলেন, ফ্যাসিবাদী বিরোধী দলগুলো বিগত বছরগুলোতে অনেক জুলুম ও নির্যাতনের শিকার হয়েছেন। তারা সবাই ঐক্যবদ্ধ হওয়ায় প্রয়োজন। যদি পরাজিত ফ্যাসিবাদী  শক্তি আবার রাজনীতিতে পুনর্বাসিত হলে সবার জন্যই অশুভ সংকেত হবে।  

তিনি আরও বলেন, বাংলাদেশের সংবিধানে ইসলামবিরোধী কোনো আইন, নীতিমালা ও বিধিমালা যাতে কোনো কার্যকর হতে না পারে। এমন একটা ধারা আমরা সংবিধানের সংযুক্ত করার জন্য জোর দাবি ও প্রস্তাবনা করেছি।  

বাংলাদেশ সময়: ১৬৫০ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০২৫
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।