ঢাকা, শুক্রবার, ১০ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

জাতীয়

তিতুমীর এক্সপ্রেস লাইনচ্যুতের ঘটনা তদন্তে কমিটি

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৫ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০২৫
তিতুমীর এক্সপ্রেস লাইনচ্যুতের ঘটনা তদন্তে কমিটি

রাজশাহী: আন্তঃনগর ট্রেন তিতুমীর এক্সপ্রেসের বগির লাইনচ্যুতের ঘটনা তদন্তে চার সদস্যের কমিটি গঠন করা হয়েছে। এ তদন্ত কমিটিকে আগামী ১৯ জানুয়ারির মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

পশ্চিমাঞ্চল রেলওয়ের জ্যেষ্ঠ উপ-সহকারী (পথ) আহসান হাবিব বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) এ তথ্য নিশ্চিত করেছেন।  

তিনি বলেন, দুর্ঘটনার পর এখন পর্যন্ত ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। তাই দুর্ঘটনার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণে তদন্ত কমিটি করা হয়েছে। তদন্ত কমিটির প্রতিবেদন পেলে লাইনচ্যুতের কারণ ও ক্ষয়ক্ষতির বিস্তারিত তথ্য জানা যাবে। আগামী ১৯ জানুয়ারি মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার কথা রয়েছে।

গঠন করা চার সদস্যের এ তদন্ত কমিটির সদস্যরা হলেন- পশ্চিমাঞ্চল রেলওয়ের বিভাগীয় পরিবহন কর্মকর্তা মোছা. হাসিনা খাতুন, বিভাগীয় প্রকৌশলী জুই, বিভাগীয় দপ্তর প্রকৌশলী (লোকো) আশীষ কুমার মন্ডল ও বিভাগীয় যন্ত্র প্রকৌশলী (গ্যারেজ ও ওয়াগন) মোহাম্মদ ফজলে রাব্বি।  

এর আগে গেল সোমবার (১৩ জানুয়ারি) সকাল সাড়ে ৬টার দিকে রাজশাহী রেলওয়ে স্টেশন থেকে চিলাহাটির উদ্দেশে ছেড়ে যায় আন্তঃনগর ট্রেন তিতুমীর এক্সপ্রেস। ট্রেনটি বেলপুকুর রেলক্রসিং এলাকায় পৌঁছার পর লাইনচ্যুত হয়। ১১টা বগি নিয়ে যাত্রা শুরু করা ট্রেনটির মাঝখানের একটি বগি লাইনচ্যুত হয়। এতে মাঝখান থেকে দুপাশের অন্য বগিগুলো বিচ্ছিন্ন হয়ে যায়। তবে এ ঘটনায় কেউ হতাহত না হলেও রেলওয়ের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। আর তিতুমীর এক্সপ্রেস লাইনচ্যুত হওয়ায় রাজশাহীর সঙ্গে সারা দেশের ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। রাজশাহী রেলওয়ে স্টেশনে আটকা পড়ে ঢাকাগামী আন্তঃনগর ট্রেন মধুমতি ও সিল্কসিটি এক্সপ্রেসসহ তিনটি ট্রেন।

দুর্ঘটনার পর কয়েক জায়গায় রেললাইনের পাত ভেঙে যায়। একইসঙ্গে স্লিপারের সঙ্গে রেললাইনকে আটকানো হুকবোল্ডগুলোও ক্ষতিগ্রস্ত হয়। পরে ঈশ্বরদী থেকে উদ্ধারকারী রিলিফ ট্রেন গিয়ে লাইনচ্যুত ওই বগিটি উদ্ধার করে। উদ্ধারকাজ শেষে প্রায় চার ঘণ্টা পর রাজশাহীর সঙ্গে সারা দেশের ট্রেন চলাচল স্বাভাবিক হয়। কিন্তু এতে পশ্চিমাঞ্চল রেলওয়ের ট্রেন চলাচলে মারাত্মক সিডিউল বির্পযয় ঘটে। আটকে থাকা ট্রেনগুলো প্রায় পাঁচ ঘণ্টা বিলম্বে রাজশাহী রেলওয়ে স্টেশন থেকে পর্যায়ক্রমে চলাচল করে।

বাংলাদেশ সময়: ১৫৫৩ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০২৫
এসএস/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।