ঢাকা, শুক্রবার, ৯ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

জাতীয়

রাঙামাটি মেডিকেলে মনিরের নামে হল করার দাবি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৬ ঘণ্টা, জানুয়ারি ৯, ২০২৫
রাঙামাটি মেডিকেলে মনিরের নামে হল করার দাবি পিসিসিপির মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ

রাঙামাটি: ২০১৫ সালের ১০ জানুয়ারি রাঙামাটি মেডিকেল কলেজ চালুর আনন্দ শোভাযাত্রায় সন্ত্রাসী হামলায় প্রাণ হারান মনির হোসেন। তার এই অবদানকে স্মরণীয় করে রাখতে মেডিকেল কলেজটির একটি হল ‘শহীদ’ মনির নামে নামকরণ করাসহ তার পরিবারের যেকোনো এক সদস্যকে সরকারি চাকরি দেওয়া ও পুনর্বাসন করার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ (পিসিসিপি)।

 

বৃহস্পতিবার (৯ জানুয়ারি) সকালে কলেজটির মূল ফটকে এ কর্মসূচি করেছে পিসিসিপির রাঙামাটি পৌর শাখা কমিটি।

সমাবেশে বক্তারা বলেন, মেডিকেল কলেজ চালুর সময় সন্তু লারমার নেতৃত্বাধীন রাঙামাটিতে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (পিসিজেএসএস) সহযোগী সংগঠন পাহাড়ি ছাত্র পরিষদের (পিসিপি) হামলায় মনির খুন হন। তার সেই আত্মত্যাগের বিনিময়ে রাঙামাটিতে মেডিকেল কলেজ প্রতিষ্ঠা হয়েছে। কিন্তু দীর্ঘ বছরেও সেই হত্যার বিচার হয়নি। তার সে অবদানের কথা আজ কারও মনে নেই। মনিরের পরিবারকেও দেওয়া হয়নি সরকারের পক্ষ থেকে কোনো সুযোগ-সুবিধা। তাই মনিরের অবদানকে স্মরণীয় করে রাখার জন্য মেডিকেল কলেজের একটি হল ‘শহীদ’মনির নামে নামকরণ করাসহ তার পরিবারের যেকোনো এক সদস্যকে সরকারি চাকরি দেওয়া ও পুনর্বাসন করার দাবি জানাই।  

পিসিসিপি রাঙামাটি জেলার সভাপতি তাজুল ইসলাম তাজের সভাপতিত্বে ও পৌর  শাখার সভাপতি মো. পারভেজ মোশারফ হোসেনের সঞ্চালনায় বক্তব্য রাখেন পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের (পিসিএনপি) কেন্দ্রীয় চেয়ারম্যান কাজী মজিবর রহমান, সংগঠনটির রাঙামাটি জেলার উপদেষ্টা কামাল উদ্দিন, পৌর শাখার সাধারণ সম্পাদক হিরু তালুকদার, পিসিসিপি কেন্দ্রীয় কমিটির প্রচার সম্পাদক শহিদুল ইসলাম, সংগঠনটির রাঙামাটি জেলার সাধারণ সম্পাদক মো. খলিলুর রহমান, সহ-সভাপতি আলমগীর হোসেন, সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান, পৌর শাখার সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম রনি, সাংগঠনিক সম্পাদক রিয়াজুল ইসলাম বাবুসহ অন্যান্য নেতারা।

বাংলাদেশ সময়: ১৬১০ ঘণ্টা, জানুয়ারি ০৯, ২০২৫
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।