ঢাকা, শুক্রবার, ৯ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

জাতীয়

 তারুণ্যের শক্তি দেশ বদলাবে: রাঙামাটির ডিসি 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০১ ঘণ্টা, জানুয়ারি ৮, ২০২৫
 তারুণ্যের শক্তি দেশ বদলাবে: রাঙামাটির ডিসি  তারুণ্যের উৎসবে বর্ণাঢ্য র‌্যালি

রাঙামাটি: তারুণ্যের শক্তি দেশ বদলাবে বলে মন্তব্য করেছেন রাঙামাটির জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ হাবিব উল্লাহ।  

বুধবার (০৮ জানুয়ারি) সকালে জেলা প্রশাসন প্রাঙ্গণে অনুষ্ঠিত তারুণ্যের উৎসব ২০২৫ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

জেলা প্রশাসক বলেন, তারুণ্যের গুরুত্বপূর্ণ সময়টা গড়ে তুলতে এ উৎসবের আয়োজন করা হয়েছে। তারুণ্যের শক্তি কাজে লাগিয়ে পরিবার, সমাজ, দেশকে গড়ে তুলতে হবে।

জেলা প্রশাসক আরও বলেন, চলতি মাসের ১৬ তারিখ থেকে ২৫ জানুয়ারি পর্যন্ত শহীদ আব্দুর শুক্কুর মাঠে ১০ দিনব্যাপী মেলা অনুষ্ঠিত হবে। সেখানে উদ্যোক্তা এবং উদ্ভাবনকারীরা অংশ নেবেন। মেলায় এ অঞ্চলের কৃষ্টি, সংস্কৃতি তুলে ধরা হবে।

এ ছাড়াও তারুণ্যের শক্তি মজবুদ করতে মাসব্যাপী বিভিন্ন খেলাধুলার আয়োজন করা হয়েছে। তরুণদের সেখানে অংশ নিতে তিনি অনুরোধ জানান।

এর আগে উৎসব পালন উপলক্ষে রাঙামাটি জিমনেসিয়াম প্রাঙ্গণ থেকে অতিথিবৃন্দ এবং বিভিন্ন স্কুলের শিক্ষার্থীদের নিয়ে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।

অতিরিক্ত জেলা প্রশাসক ( রাজস্ব) মোহাম্মদ রুহুল আমিনের সভাপতিত্বে অনুষ্ঠানে এসময় পুলিশ সুপার এস এম ড. ফরহাদ হোসেন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রিফাত আসমাসহ ছাত্র প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৪৫৭ ঘণ্টা, জানুয়ারি ০৮, ২০২৫
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।