ঢাকা, বুধবার, ২৪ পৌষ ১৪৩১, ০৮ জানুয়ারি ২০২৫, ০৭ রজব ১৪৪৬

জাতীয়

ভারতে অনুপ্রবেশচেষ্টা, একই পরিবারের ৫ জনসহ আটক ৮

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১৭ ঘণ্টা, জানুয়ারি ৭, ২০২৫
ভারতে অনুপ্রবেশচেষ্টা, একই পরিবারের ৫ জনসহ আটক ৮ ভারতে অনুপ্রবেশকালে আটক আটজন

দিনাজপুর: দিনাজপুরের বিরামপুরে বাংলাদেশ-ভারত সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশের সময় সনাতন ধর্মীয় একই পরিবারের পাঁচজনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় তাদের সহযোগিতা করা আরও তিন দালালকে আটক করা হয়।

সোমবার (৬ জানুয়ারি) উপজেলার বাংলাদেশের অভ্যন্তরে চাপড়া এলাকার সীমান্ত পিলারের (২৯৪/৩-এস) কাছ থেকে তাদের আটক করা হয়।  

এ সময় তাদের কাছ থেকে পাঁচটি মোবাইলফোন, আটটি ভারতীয় সিমকার্ড, আটটি বাংলাদেশি সিমকার্ড, একটি মোবাইল চার্জার, চারটি বাংলাদেশি জাতীয় পরিচয়পত্র, একটি ভারতীয় আধার কার্ড ও একটি ভারতীয় প্যানকার্ড জব্দ করা হয়।  

আটকরা হলেন- বগুড়ার সাবগ্রাম মধ্যপাড়া গ্রামের বাসিন্দা মংলা চন্দ্র দেবনাথ (৫২), তার তিন ছেলে গনেশ চন্দ্র দেবনাথ (৪০), সোহাগ চন্দ্র দেবনাথ (৩১),  বুদা চন্দ্র দেবনাথ (৩৫), বুদা চন্দ্রের ছেলে বিকাশ চন্দ্র দেবনাথ (১৬), উপজেলার চাপড়া গ্রামের বাবু মণ্ডলের ছেলে মমিনুর রহমান (৩২), একই এলাকার কায়েজ উদ্দিনের ছেলে ছইবুর রহমান (৩২) এবং বিরল উপজেলার আকড় গ্রামের মোতালেব হোসেনের ছেলে কামরুজ্জামান হিটলার (৩৫)। হিটলার ভারত ও বাংলাদেশের দ্বৈত নাগরিক বলে জানা গেছে।  

দিনাজপুরের ফুলবাড়ী বিজিবির ২৯ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এ বি এম জাহিদুল করিম বিষয়টি নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ১৯১৫ ঘণ্টা, জানুয়ারি ০৭, ২০২৫
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।