ঢাকা, শুক্রবার, ৯ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

জাতীয়

রাজবাড়ীতে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধার মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০০৫ ঘণ্টা, জানুয়ারি ৬, ২০২৫
রাজবাড়ীতে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধার মৃত্যু

রাজবাড়ী: রাজবাড়ীর বসন্তপুর রেলস্টেশনের সামনে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতপরিচয় (৬০) এক বৃদ্ধার মৃত্যু হয়েছে।

রোববার (৫ জানুয়ারি) রাত ২টার দিকে ঢাকা থেকে বেনাপোলগামী বেনাপোল এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে তার মৃত্যু হয়।

বসন্তপুর স্টেশন বাজার লেভেল ক্রসিংয়ের গেট কিপার মাসুম খান জানান, ধারণা করা হচ্ছে ওই নারী রাস্তায় ঘুরে বেড়ানো পাগল। রাতে রেললাইন দিয়ে হাঁটার সময় দ্রুতগতির ট্রেনের নিচে কাটা পড়ার পর ছিটকে রেললাইনের পাশে পড়ে যান। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

স্থানীয় হোমিও চিকিৎসক জিয়াউর রহমান বাটলার জানান, ভোরে তিনি ফজরের নামাজ শেষ করে বসন্তপুর রেলস্টেশনের প্ল্যাটফর্মে হাঁটতে আসেন। এ সময় প্ল্যাটফর্মের সামনে রেললাইনের পাশে মরদেহটি পড়ে থাকতে দেখেন। আনুমানিক ৬০ বছর বয়সী নারীর মাথা ও পেটে ট্রেনে কাটার চিহ্ন রয়েছে।

রাজবাড়ী রেলওয়ে (জিআরপি) থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসিফ মোহাম্মদ সিদ্দিকুল ইসলাম বলেন, ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যুর খবর এখনও পাইনি। খোঁজ নিয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেব।

বাংলাদেশ সময়: ১০০৪ ঘণ্টা, জানুয়ারি ০৬, ২০২৫
আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।