ঢাকা, শুক্রবার, ৯ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

জাতীয়

লংগদুর পর নানিয়ারচরে গোলাগুলি, ইউপিডিএফ সদস্য নিহত

স্পেশাল করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১৯ ঘণ্টা, জানুয়ারি ২, ২০২৫
লংগদুর পর নানিয়ারচরে গোলাগুলি, ইউপিডিএফ সদস্য নিহত

ঢাকা: রাঙামাটি জেলার নানিয়ারচরে ইউপিডিএফের (মূল) গোপন আস্তানার সন্ধান পাওয়া গেছে। সেখানে সেনাবাহিনীর বিশেষ অভিযানে একজন নিহত হয়েছেন।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বৃহস্পতিবার (০২ জানুয়ারি) জানায়, এদিন বিকেলে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পার্বত্য চট্টগ্রামের রাঙামাটি জেলার নানিয়ারচর উপজেলার পেরাছড়া এলাকায় একটি বিশেষ অভিযান চালায় বাংলাদেশ সেনাবাহিনী।

এ সময় ইউপিডিএফের (মূল) গোপন আস্তানার সন্ধান পেয়ে সেনাবাহিনী তল্লাশি অভিযান শুরু করলে সেনাবাহিনীর উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা গুলিবর্ষণ করে।  

সেনাবাহিনীর সঙ্গে গুলি বিনিময়ের ঘটনা ঘটলে ইউপিডিএফের (মূল) একজন গুলিবিদ্ধ হয়ে নিহত হন এবং বেশকিছু সংখ্যক সন্ত্রাসী আহত অবস্থায় গহীন জঙ্গলে পালিয়ে যায়।  

সেখানে তল্লাশি চালিয়ে সন্ত্রাসীদের ব্যবহৃত একটি অ্যাসল্ট রাইফেল (এম-১৬), ০২ রাউন্ড এমজি/স্নাইপার অ্যামোনিশন, ৯০ রাউন্ড রাইফেল অ্যামোনিশন, একটি ওয়াকি-টকি সেট ও ১২ টি মোবাইল ফোনসহ বেশ কিছু সরঞ্জামাদি উদ্ধার করা হয়। পালিয়ে যাওয়া সন্ত্রাসীদের সন্ধানে সেনা অভিযান চলছে।

এর আগে সকালে জেলার লংগদু উপজেলার কাট্টলীবিল বন্ধুকভাঙ্গা এলাকায় নিরাপত্তা বাহিনীর বিশেষ অভিযান চলাকালে গোলাগুলিতে ইউপিডিএফের এক সশস্ত্র সদস্য নিহত হন বলে খবর পাওয়া যায়।  

বাংলাদেশ সময়: ১৯১০ ঘণ্টা, জানুয়ারি ০২, ২০২৪
এমইউএম/আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।