ঢাকা, শুক্রবার, ৯ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

জাতীয়

নওগাঁয় বাস উল্টে স্বাস্থ্যকর্মীসহ নিহত দুই

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪৬ ঘণ্টা, জানুয়ারি ১, ২০২৫
নওগাঁয় বাস উল্টে স্বাস্থ্যকর্মীসহ নিহত দুই দুর্ঘটনাকবলিত বাস

নওগাঁ: নওগাঁর মহাদেবপুরে মাইক্রোবাসকে ওভারটেক করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস উল্টে এক যাত্রী ও এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আরও কয়েকজন।

বুধবার (১ জানুয়ারি) দুপুরে উপজেলা খুন্তি মোড় নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- উপজেলার এনায়েতপুর ইউনিয়নের খাঁপুর গ্রামের মোশারফ হোসেন এবং এনায়েতপুর গ্রামের স্বাস্থ্যকর্মী আফতাব হোসেন। নিহত মোশারফ হোসেন পেশায় বাসের সুপারভাইজার ও আফতাব হোসেন স্বাস্থ্যকর্মী।

স্থানীয় সূত্রে জানা গেছে, জেলার পত্নীতলা উপজেলার নজিপুর থেকে (ঢাকা মেট্রো-ব ১৫-২৮৬৭) যাত্রীবাহী একটি বাস নওগাঁর দিকে আসছিল। এসময় মহাদেবপুর উপজেলার খুন্তি মোড় নামক স্থানে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মাইক্রোবাসকে ওভারটেক করতে গিয়ে বাসটি সড়কে উল্টে যায়। এসময় একটি মোটরসাইকেলকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই বাসের যাত্রী মোশারফ হোসেন নিহত হয়। পরে স্থানীয়রা মোটরসাইকেল আরোহী আরিফুল, আফতাব ও বাসের কয়েকজন যাত্রীকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পথে আফতাবের মৃত্যু হয়।

মহাদেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসমত আলী বলেন, খবর পেয়ে দুর্ঘটনাকবলিত বাসটি পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হবে।

বাংলাদেশ সময়: ১৮৪৫ ঘণ্টা, জানুয়ারি ০১, ২০২৫
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।